
।। পাথর ।। Stone
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
একটা নয়,দুটো নয়
এতো পাথর বইছো কেন?
কষ্ট হবে, হাঁপিয়ে যাবে
বসে পড়তে হবে জেন।
কোথয় পাথর, নেই তো পাথর
ঘরের মধ্যেই বসে আছি।
মন ভাল নেই, বেঠিক শরীর
ওষুধ খেয়েই যেন বাঁচি।
সবাই চায় মসৃন পথ
সহজ করে হাঁটতে।
এবড়ো খেবড়ো পথে তোমায়
হোঁচট খেতে হচ্ছে।
রাস্তা তোমার নিজের করা
অন্য কেউ তো দেখায়নি।
নিজের রাস্তা নোংরা করতে
একটুও তো বাধেনি।
সরাও পাথর, আবর্জনা
সড়াও তোমার রাস্তা থেকে।
মসৃন পথ করতে পারো
যদি তোমার ইচ্ছে থাকে।
দুঃশ্চিন্তার পাথরগুলো
নিজের বোঝা করছে বড়।
গীতার বাণী মনে করে
ফলের আশা ত্যাগ করো।
কাজ করে যাও নিজের মনে
ঠিক সময়েই ফলটি পাবে।
চিন্তা মুক্ত হাসি নিয়ে
নিজের আশা পূর্ণ হবে।

