
আই পি এলে নাইটের ভরাডুবি
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita (to view the Video)
Audio File:
কোলকাতা নাইট রাইডার্সের
পাজ্ঞাবের কাছে ভরাডুবি হলো।
ওভার কনফিডেন্সের জেরেই
একশো এগারো রান আটকে গেল।
দলটা এমনিতে ব্যালানস্ড, ও তারা
পারস্পরিক বোঝাপড়ায় জিততে পারে।
যদিও খুব কম সাংবাদিকই বলছে
এই দলটি কিছু করতে পারে।
ক্যাপ্টেন আউট হলো
রিভিউ না দেখার বোকামিতে।
বাকি প্লেয়াররা আউট হলো
ক্যাপ্টেনের রিপ্লে দেখার পর থেকে।
আঠারো বছর পরে
নাইট ইতিহাস করলো।
একশো এগারো রান
না করতে পারা তারা দেখালো।
তার আগে ভাল বল করে নাইট
পাজ্ঞাবকে পনেরো ওভারে আউট করলো।
পাজ্ঞাবের হয়ে ভারতের বাতিল স্পিনার
আঠাশ রানে চার উইকেট নিলো।
হায়দ্রাবাদ ও পাজ্ঞাব খেলার শিক্ষা নিয়ে
নাইটরা চাঙ্গা হোক আবার।
কোচ ও ক্যাপ্টেন স্কিলটি শেখাক
সোজা ব্যাটে সিঙ্গেল নেওয়ার।
পেস বোলিং একটু ভালো করে
সোজা ব্যাটে খেলা প্র্যাকটিস করো।
সেদিন অপ্রতিরোধ্য নাইট
যে কোনও ম্যাচ জেতায় ঝাপিয়ে পরো।
ইডেন উইকেট সম্ভবতঃ
এক নম্বর ভিলেন আছে।
আরও অনেক ভিলেনরা
আসবে অন্যান্য সব ম্যাচে।
এগিয়ে যাও পরপর ম্যাচ জিতে
হারিয়ে সব ভিলেনদের।
দেখবে আই পি এল কাপও
এসে পড়বে ফাইনালে তোমাদের।
