
ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কথিত গল্প
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
ভক্তবৃন্দের সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ
পরমহংসদেব বসে আছেন।
ভক্তগনের আগ্রহে তিনি
একটি গল্প বললেন।
এক নাপিত এক ভদ্রলোকের
ক্ষৌরকর্ম করছিল।
দাড়ি কামাতে কামাতে
ভদ্রলোকের একটু কেটে গেল।
ভদ্রলোক চিৎকার করে বলে উঠলেন ʼড্যামʼ,
কেমন করে এটা হয়?
দাড়ি কাটতে বলেছি
গাল কাটতে নয়।
নাপিতও খুব রগচটা মানুষ
সে ক্ষুর ছেড়ে জামার আস্তিন গুটিয়ে ফেলে।
কাজ করতে করতে এমনটা হয়
ʼড্যামʼ মানেটা কি, সে বলে।
ভদ্রলোক নিজের ভুলটা বুছতে পেরে
ঠান্ডা গলায় বলেন, তেমন কিছু না।
তুই সাবধানে কাজটা শেষ কর,
আর যেন কাটে না।
নাপিতও ছাড়ার পাত্র নয়
সে বলে, ড্যাম মানে ভাল হʼলে আমি ড্যাম।
আমার বাবা ড্যাম
আমার চোদ্দ পুরুষ ড্যাম।
আর ড্যাম মানে খারাপ হʼলে
তুমি ড্যাম।
তোমার বাবা ড্যাম,
তোমার চোদ্দ পুরুষ ড্যাম।
এটা শুনে ভক্তবৃন্দের সবাই
হাসতে শুরু করলেন।
ঠাকুরও তাদের সঙ্গে
হাসতে লাগলেন।
এ গল্পটি নগেন্দ্র প্রজ্ঞাম্নদিরের ʼছোটদের কখামৃত থেকে অনুসৃত।

