
নাড়ু গোপাল
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita (to view & listen the Video)
Audio File:
ছোট্ট ছেলে, হাতে নাড়ু
আরেক হাতে বাঁশী।
জগতপালক বাজায় বাঁশী
মুখে মৃদু হাসি।
কেউ ভাবছে এই ছেলেটা
কি আবার করবে?
প্রয়োজনে বাঁশী ছেড়ে,
হাতে সুদর্শনচক্র ধরবে।
মিষ্টি ছেলে নাড়ু গোপাল
সব নারুই তার পছন্দ।
কিন্তু নারু পেয়ে মন ভুলবে না
যদি উদ্দেশ্য হয় মন্দ।
ভক্তরা যখন প্রাণের টানে
মন দিয়ে তাকে ডাকে।
ছুট্টে আসে মিষ্টি গোপাল
তার কষ্ট লাঘব করতে।
পালনহার তো, তাই তো তার
নিয়ম মেনে চলা।
প্রণের টানে তোমার ডাকে
সঙ্গে কথা বলা।
বেচাল কিছু চাইলে কিন্তু
পূরণ সেটি হবে না।
নিজের জমা মার্কস যত
তার বেশী পাবে না।
ফল পাওয়ার সময় যখন
ফলবে তখনই সেটা।
ফলের চিন্তা ছেড়ে তাই
কাজ করো পেতে ওটা।
কংস বধে সেই ছেলেটাই
দমন করে দুষ্ট।
বাঁশীর টানে রাধা আসে
ননি চুরিতে শ্রেষ্ঠ।
সব বাড়িতেই পূজে তোমায়
হাসি মুখটি যে যায় দেখা।
মানুষ হাসে, কাঁদে তোমায় নিয়ে
তোমায় আদরে নেই যে বাধা।
জগতপালকের জন্মদিন আজ
সবাই খুশি তাকে নিয়ে।
প্রাণের ডাকে আসলে পরে
চোখের জল দেবে মুছিয়ে।
