
|| পৃথিবীর আকাশে এক উজ্বল জ্যোতিষ্ক ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
A Brightest Star in the Sky
বিনেপয়সার স্কুলে ভর্তি হয়
এক গরীব ঘরের ছেলে।
পেটের টানে দুবছরেই
শেষ হয়, তার পাঠ স্কুলে।
মা লিলি রিফু করে প্রতিবেশীদের জামায়
ছেলে চার্লি নাচ করে এক ভিখিরির গানের তালে।
এমনি করে খাবার জোটায়
মা আর দুই ছেলে।
ভিখিরি দেখে গান সে গায়
কিন্তু পয়সা চার্লি পায়।
তাই সে কাজ থেকে
চার্লির বিদায় হয়ে যায়।
অভাব থেকে
চার্লি ভাবে কি করবে এখন?
মায়ের গয়না বিক্রি হয়ে যায়,
চেয়ার টেবিলও চলে যায়।
দাদা সিডনি গান গায়,
আর চার্লি নাচ করে রাস্তায় রাস্তায়।
তখন মজার মজার কান্ড ঘটিয়ে
চার্লি পয়সা পায়।
চার্লি বোঝে, রোজগারের জন্য
হাস্য-কৌতুকেই পয়সা।
তার মনে পৃথিবীর সবচেয়ে সুন্দর
গাছপালা, মেঘ, নদী আর ভালবাসা।
সিডনি করে গান,
আর চার্লি নাচ করে একটি ব্যান্ডে।
এক শিক্ষক চার্লিকে পছন্দ করেন
তার এক নাটকে।
নাটকে কুকুরের গন্ধ শোঁকা, নেকড়ের কাজকর্ম
চার্লি হয় খুব জনপ্রিয় এসবে।
এক সাহেব নিয়ে যায় তাকে
তার কমেডি শোতে।
পরে চার্লি বোঝে, নাটকে অভিনয়ের জন্য
গান ও ফিটনেস খুব জরুরী বিষয়।
তাই এই দুই বিষয়ে মন দেয়
নিজেকে পারদর্শী করায়।
তারপর অভিনয়ের জন্য
তিনি যান আমেরিকায়।
সেখানে তাঁর হাতেখড়ি
সিনেমার পরিচালনায়।
এরপর পুরোটাই – এক ইতিহাস
লেখা আছে স্বর্ণাক্ষরে।
নির্বাক চলচিত্রের অভিনয় আর পরিচালনায়
চার্লি চ্যাপলিন পৌঁছান শিখরে।

