
গোপাল দাদা Gopal Dada
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
গোপাল, গোপাল, গোপাল
সবকিছু যে তুমি।
মনে আছ, প্রাণে আছ
আকাশ, বাতাস, ভূমি।
তোমার কৃপায় বেঁচে আছি
তোমার কৃপায় করছি কাজ।
তোমার কথা বলব ভাবি
কিনতু কি কথা যে বলি আজ।
জগত সংসার যে চলে
তোমার অঙুলি হেলনে।
জীব জগতের প্রাণ ভোমরা তুমি
আছ সবার প্রাণে।
মানুষ জন্মায়, মানুষ বড় হয়
নানান কাজ সে করে।
প্রাণের কলসের শেষ ফোঁটাতে
মৃত্যুবাণ এসে পড়ে।
গোপালদাদার হাতে সুতো
যেমন ওঠে পড়ে।
কাজ করে সে কলের পুতুল
তেমন করে নড়ে।
শেষের দিনে কোথায় যাবে
কোথায় তার ঠিকানা।
ʼহরিবোলʼ বলে ডাকতে হয় যে
এ তো সবার জানা।

