-
Breath of Life, Pose of Peace
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita (to view & listen the Video)
Audio File:
In the rush of life, so fast, so loud,
Where dreams are chased through drifting cloud,
Our bodies weary, minds distressed—
In silent pain, our hearts confessed.
But ancient wisdom softly calls,
Through temple paths and sacred halls.
A gentle art, both firm and kind,
To heal the body, free the mind.
Pranayama, breath so deep,
Wakes the soul from restless sleep.
Nadi Shodhana clears the way,
Where energies and balance play.
Ujjayi’s wave, a sea of calm,
Brings the spirit healing balm.
Sitali cools the fire within,
While Bhastrika stirs strength again.
Kapalabhati, purging light,
Makes the darkened channels bright.
Surya Bhedana warms the core,
Bhramari’s hum opens the door.
Then comes the grace of Yoga’s art,
A dance of soul, a beating heart.
Twelve asanas, firm yet free,
Align us with divinity.
Sirsasana, the world reversed,
A crown of thought, in stillness versed.
Sarvangasana, limbs in flight,
A posture pure of lunar light.
Halasana, the plough so true,
Turns the earth of me and you.
Matsyasana, the fish that glides,
Through streams where timeless wisdom hides.
Paschimottanasana, deep fold within,
Releases sorrow, sheds old skin.
Bhujangasana, cobra’s rise,
Eyes aglow, both fierce and wise.
Salabhasana, locust’s leap,
Awakens strength from dormant sleep.
Dhanurasana, the archer’s bow,
Draws focus sharp, lets purpose grow.
Ardha Matsyendrasana, twist and turn,
Where inner fires gently burn.
Kakasana, the balanced crow,
Shows the will to rise and grow.
Pada Hastasana, humble bend,
To earth and sky our hearts we send.
Trikonasana, the triangle bright,
A shape of balance, truth, and light.
So let us breathe, and let us bend,
From dawn’s rise to daylight’s end.
In Yoga’s arms and Pranayama’s grace,
We find our home, our sacred space.
What gain we find in breath and pose?
A calmer mind, the body knows.
Relief from stress, from pain, from fear—
A heart that beats more true, sincere.
It builds our strength, yet keeps us kind,
It clears the fog within the mind.
It lifts the soul to heights unknown,
Where peace and stillness gently grow.
So let us breathe, and let us bend,
From dawn’s rise to daylight’s end.
In Yoga’s arms and Pranayama’s grace,
We find our truth, our healing space.
-
Ratha Jatra: The Chariots Divine
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita (to view & listen the Video)
Audio:
In Puri’s sacred, coastal land,
Where ocean greets the golden sand,
A mighty festival fills the air—
Ratha Jatra, divine and rare.
Three deities leave their temple gate,
As lakhs of hearts in silence wait.
Lord Jagannath, the soul’s delight,
With Balabhadra, strong and bright,
And Subhadra, their sister fair,
Ride grand chariots through chants and prayer.
On this occassion, the Grand Avenue,
Turns into a sea of saffron hue.
Massive chariots, crafted new each year,
With ospicious trees brought near—
The logs once drift on Mahanadi’s tide,
Now rise in chariots tall and wide.
Adorned with colors bold and grand,
They wait by Singhadwara’s stand.
Nine Parsva Devatas guard each side,
Four horses and a Sarathi guide.
As conches blow and drums resound,
The ropes are pulled, the wheels spin round.
To Gundicha Temple, they make their way,
Where the Lord and kin for seven days stay.
At last they reach their home once more,
But wait! A splendour lies in store—
Clad in gold, they dazzle bright,
A Suna Besha, a heavenly sight.
With ornaments of centuries old,
Their forms are dazzling with the gold.
From King Kapilendra Deva’s reign,
This golden dress is worn again—
A mark of joy, of war’s reward,
A tribute rich to the mighty Lord.
Nine lakh hearts, with heads held high,
With prayer beneath the sky.
No caste, no creed, just faith and song—
In Jagannath’s world, we all belong.
-
বিখ্যাত মানুষ একশো পাঁচে
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita (to view & listen the Video)
Audio File:
এ লেখাটা যাকে নিয়ে
তিনি পেশায় চিকিৎসক।
পুরো গল্পটা শুনলে
আপনিও হবেন হতবাক।
তিনি ইংরেজীতে লিভিং লেজেন্ড
বয়েস হোলো একশো পাঁচ।
হাসি খুশি মানুষটি
এখনও করেন নিজের কাজ।
ডঃ বিধান রায়ের পরে বোধহয়
এ মানুষটিকে ভাবা যায়।
তাঁর নানান কর্মকান্ড ও সৃষ্টির ভীড়েও
মুখের হাসিটি সদাই রয়।
উনিশশো কুড়ি সালে
দারজিলিঙে তিনি জন্মেছিলেন।
ওখানে প্রাইমারী স্কুলিং করে,
কোলকাতা বিশ্ববিদ্যালয়ে ম্যাট্রিক পাশ করেন।
তারপরে তিনি যোগ দেন
চিকিৎসা বিজ্ঞানে স্নাতক হতে।
তা শেষ করে বিদেশে পাড়ি দেন
নানান ফেলোশিপ অর্জন করতে।
স্কুল অফ ট্রপিকাল মেডিসিনে
তিনি কর্ম জীবন শুরু করেন।
পরে মুখ্যমন্ত্রী ডঃ বিধান চন্দ্র রায়ের ইচ্ছায়
তিনি অধুনা এস এস কে এমে যোগ দেন।
ওখানে সার্জেন সুপারিনটেনডেন্ট ছাড়াও
কার্ডিওলজি ও মেডিসিনের ডিরেকটরও ছিলেন।
তিনি সব সময় হাসপাতালের পরিকাঠামো
উন্নত করতে কাজ করে গেছেন।
কিংবদন্তি মানুয়টিকে ভারত সরকার
পদ্মশ্রী উপাধিতে ভূষিত করেন।
গরিব মানুষের জন্য
তিনি আজীবন পরিশ্রম করে গেছেন।
তাঁর মতে একশো বছর পরে
চিকিৎসা বিজ্ঞান চলবে জিনথেরাপির ওপরে।
কোনও মানুষের কি রোগ হবে
তা জানা যাবে জিন সিকোয়েনসিং অ্যানালিসিস করে।
তাঁর দীর্ঘ জীবনের রহস্য
আমিষ নিরামিষ খাবারে নয়।
ঘড়ি ধরে নিয়মানুবর্তিতা মেনে চলে
সঠিক সময়ে খাবার খাওয়ায়।
ডাক্তারবাবুর জন্মদিন হলো
মে মাসের তেইশ তারিখে।
চিনতে পারলেন কি
সবার প্রিয় ডঃ মনি ছেত্রীকে?
জীবনকে ভালবেসে, কাজকে ভালবেসে
হাসি খুশি হয়ে মানুষ পারে বাঁচতে।
সুস্থ জীবন কামনা করি ও প্রণাম জানাই
শতায়ু ডাক্তারবাবু ডঃ মণি ছেত্রীকে।
বিঃ দ্রঃ – কবিতাটি শ্রীস্বপন কুমার কোঙারের পোস্ট থেকে সংকলিত।