Poetry

In Poetry category will have various poems will on bengali or bangla. These are based on various issues on the mordern life. This category is only bengali poetry.

  • বিদ্যাসাগরের সৃষ্টি
    Poetry

    বিদ্যাসাগরের সৃষ্টি

    Audio File:

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    জ্ঞানের সাগর বিদ্যাসাগর

                  নামেই তুমি সাগর।

    কঠোর মানুষ, কোমল হৃদয়,

                  সবাই বলে দয়ার সাগর।

    বাংলা ভাষার পথিকৃত তুমি

                   বর্ণপরিচয়ের সৃষ্টা।

    শিশু শেখে যুক্তাক্ষর আর

                 ভাল মানুষ হবার প্রচেষ্টা।

    গ্রীস দেশের জেমস্ ঈসপের

                 লেখা বিখ্যাত গল্পমালা।

    অনুবাদ করেন গর্ডন ইয়ংয়ের আগ্রহে

                 রচিত হয় কখামালা।

    ছোট ছোট আটষট্টিটি গল্প এতে

                 যা মনোগ্রাহী হয় শিশু মনে।

    নিতিগর্ভ  এ গল্পগুলি পাঠে

                সুবিধা হয় চরিত্র গঠনে।

    বিখ্যাত বিদেশী মহনুভবদের কথা

              আছে চরিতাবলী ও জীবনচরিতে।

    সাহিত্য, বিজ্ঞান ও বিভিন্ন আবিস্কারের কথা

              জানা যায় এই দুই পুস্তক দুটিতে।

    শিশুমনের বিভিন্ন প্রশ্ন যেমন পদার্থ, ঈশ্বর,

         মানব জাতি, ইন্দ্রিয়, ও ভাষার মানে।

    সম্যক পরিচয় হয় তাদের

          বোধদয় বইটিতে তারা সহজে জানে।

    এই বইটিতে আছে সহজভাবে

               সংখ্যা জেনে গুনতে শেখা।

    আবার ক্যালেন্ডারের সংখ্যা দেখে

               দিনটিকে বলতে শেখা।

    বাংলার রাজা সিরাজউদ্দৌলার শাসন,

                 মীরজাফরের বিশ্বাসঘাতকতা।

    ভারতবর্ষে মোঘলদের শাসন ও

                ইংরেজদের কাছে পরাধিনতা।

    আখ্যানমঞ্জরী তিনটি ভাগে বিভক্ত

                ছোট গল্প সংকলনটি।

    বালকেরা সামাজিক ব্যবহার শেখে

           তৈরী হতে সঠিক মানুষটি।

    এসব তিনি লিখেছেন

            বাঙ্গলার ইতিহাস পুস্তকটিতে।

    যেটির সংকলন মার্শমন সাহেবের গ্রন্থের

              শেষ নয় অধ্যায় থেকে।

    ফোর্ট উইলিয়াম কলেজে হিতোপদেশ

             বই লেখার আসে আর্জি।

    বিদ্যাসাগর রচনা করেন

          এ কাজে বেতালপঞ্চবিংশতি।

    তিনি সীতার বনবাস ও বিদ্যাসাগর চরিত

                 ও শকুন্তলা,রচনা করেন।

    আর করেন এক মজার গল্প ভ্রান্তিবিলাস

     যা এক জমজ মনিব আর চাকরের উপাখ্যান।

    এছাড়া তাঁর বাল্য বিবাহের দোষ, বিধবা বিবাহ,

         বহু বিবাহ, ব্রজবিলাস ইত্যাদি রচনা আছে।

    অন্যান্য আরও নানান রচনা সম্ভারও

           বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে।

    বি: দ্র: – এটি স্বাক্ষরতা প্রকাশনের বিদ্যাসাগর রচনা সংগ্রহ থেকে রচিত।

  • গণেশজীর অবয়ব
    Poetry

    গণেশজীর অবয়ব

    Audio File:

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    গণেশজীর দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলির বিভিন্ন তাৎপর্য্য আছে । সেইগুলিই বর্ণনা করার চেষ্টা করা হয়েছে এই কবিতায় ।

    ওম্ গণেশায় নমঃ ।

    ওম্ গণেশায় নমঃ ।

    ওম্ গণেশায় নমঃ ।

    গণেশজীর  দেহের

                       অঙ্গ প্রত্যঙ্গগুলি,

    আছে তাদের বিশেষ মানে

                   আছে বিশেষ গুণাবলী ।

    শুরু করি গণেশজীর

                         বিশাল ভুঁড়িটি নিয়ে ।

    ব্রহ্মান্ড যে দর্শন হয়

                         এটির মধ্যে দিয়ে ।

    তিনি যে ভাল এবং খারাপ

                         সব কিছু খেয়ে ।

    হজম করেন সবই

                         ওই ভুঁড়িটির মধ্যে দিয়ে ।

    দুই দাঁত তাঁর প্রতীক হয়

                            ঠিক আর ভুলের ।

    অন্যভাবে বলতে গেলে

                     হয় তারা আবেগ ও বাস্তবের ।

    গণেশজীর মাথাটি বড়

                          যেমন হয় হাতির ।

    বড় চিন্তা করেন মনটি দিয়ে

                          উর্দ্ধে উঠে সংকীর্ণতার ।

    গণেশজীর ছোট্ট চোখ

                           বেশী মনোযোগী দেখতে ।

    ভবিষতটা ঠিক করতে

                         বর্তমানের সবকিছু বুঝে চলতে ।

    বড় শুঁড়ের প্রতীক

                          হলো গ্রহনযোগ্যতার ।

    সব পরিস্থিতিকে মানিয়ে নিয়ে

                        কঠিন পরিস্থিতি মোকাবিলা করার ।

    ছোটো মুখের প্রতীক হলো

                            কম কথা বলার ।

    কথা কম বলায়

                   শুরু হয়না অনেক ঝামেলার।

    বড় কানের প্রতীক হলো

                    সবকিছু মন দিয়ে শোনার ।

    অপ্রয়োজনীয় ব্যাপার বাদ দিয়ে

                   এগিয়ে যেতে পথে সার্থকতার ।

    গণেশজীর চারটি হাতে

                         চলে বিভিন্ন কাজ ।

    এবারে বলি এক এক করে

                        সে সব কথা আজ।

    একটি হাতে কুড়ুল আছে

               যা পুরোনো ভাল মন্দ ছেড়ে,

    বাঁচতে শেখায় যা আছে

                বর্তমানের সবকিছু ঘিরে ।

    আরেকটি হাতে পদ্ম আছে

          যা মনকে সদা জাগ্রত রাখে ।

    ওই সদা জাগ্রত মন নিয়ে মানুষ

           সার্থকতার পখে চলতে থাকে ।

    অন্য একটি হাতে গণেশজী

               আশীর্বাদ করেন বিশ্ববাসীকে ।

    তাঁর আশীর্বাদে জগতবাসীর

               মনস্কামনা পূর্ণ হয় কার্যসিদ্ধিতে ।

    চতুর্থ হাতটিতে থাকে সুতো

                     যা বস্তুবাদ ছেড়ে,

    মানুষ মোক্ষলাভের পথে

                      এগোতে পারে ।

    গণেশজীর একটি পা থাকে

                       মাটির দিকে ।

    অর্থাৎ যতই ওপরে যাও না কেন

                 মূল ভিত্তিকে যেন মনে থাকে ।

    তাঁর বাহন ইঁদুর

               যেমন সবকিছু দেয় কেটে ।

    এর প্রতীক সব অসৎ ইচ্ছা

                  ধ্বংস করে দেয় মানুষের জীবন থেকে।

  • ইচ্ছাপূর্তি – চতুর্থ পর্ব
    Poetry

    ইচ্ছাপূর্তি – চতুর্থ পর্ব

    ( এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ইচ্ছাপূরণ অবলম্বনে রচিত )

    Audio File:

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    এদিকে সুশীল আগে যাত্রাগানের পালায়

               বাড়ী থেকে পালিয়ে পৌঁছে যেত ।

    সে বৃষ্টি হোক, কিম্বা রাত্রে হিম পরুক

                সে যাত্রা দেখে বাড়ী ফিরে আসত ।

    কিন্তু আজকের বুড়ো সুশীল সেই কাজ করতে গিয়ে

             কখনও বা সর্দিকাশি নিয়ে বাড়ী ফিরছে ।

    আবার কখনও গায়ে মাথায় শরীর খারাপ নিয়ে

                তিন সপ্তাহ শয্যাশায়ী হয়ে পরছে ।

    সুশীলের পুরানো অভ্যাস মতো

             পুকুরে চান করতে গেল ।

    এতে পায়ের গাঁট ফুলে

            বিষম বাতের অসুখ ধরলো ।

    সুবলচন্দ্রও কখনও ভুলে গিয়ে

           বুড়োদের সঙ্গে তাস খেলতে চলে গেল ।

    বুড়োরা তাকে দেখে বিরক্ত হয়ে

                   বল খেলতে যেতে দিল ।

    তখন সুবলচন্দ্র একান্ত মনে প্রার্থনা করলো

              আমি যেন আগের মতো বুড়ো হয়ে পরি।

    আর নিজে স্বাধীন হয়ে

                         আগের মতো চলতে পারি ।

    সুশীলচন্দ্রও জোর হাত করে প্রার্থনা করলো

                    আমি আগের মতো ছোট হতে চাই ।

    তাহলে দিনরাত বাবাকে সামলাতে হবে না

                          আর আমি খেলা করে বেড়াই ।

    ইচ্ছাঠাকরুন তাদের কাতর মিনতি

                             শুনে দর্শন দিলেন তাদের ।

    বললেন, ʼছেলের বাবা হওয়ার আর বাবার ছেলে হবারʼ

                   ʼশখ মিটেছে তোমাদেরʼ ?

    দুজনেই সাষ্টাঙ্গে প্রণাম করে বললো, ʼদোহাই ঠাকরুনʼ

             ʼসাধ মিটেছে আমাদেরʼ ।

    ʼতথাস্তু, কাল সকালে পুরোনো রূপে ʼ

                  দেখতে পাবে তোমরা নিজেদেরʼ ।

    পরদিন সকালে সুবলচন্দ্রকে

                           বাবা রূপে দেখা গেল ।

    আর সুশীলচন্দ্র ছেলে হয়ে

                         এক লাফে বিছানা ছেড়ে পালেয়ে গেল ।

    ʼসুশীল ব্যাকরণ মুখস্হ করবে নাʼ?

            সুবলচন্দ্র  চেঁচিয়ে ডাকলো ।

     ʼবাবা আমার বই হারিয়ে গেছেʼ ।

             সুশীল মাথা চুলকিয়ে বললো ।

  • ইচ্ছাপূর্তি – তৃতীয় পর্ব
    Poetry

    ইচ্ছাপূর্তি – তৃতীয় পর্ব

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    ( এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ইচ্ছাপূরণ অবলম্বনে রচিত )

    সুশীল গাছ থেকে পড়ে মাজায়

                  খুব ব্যথা হয়ে গেছে, পিঠেও ধরেছে টান ।

    দাওয়ায় মাদুরে বসে সে চাকরকে হুকুম করলো,

                     ʼবাজার থেকে একশো টাকার লজেন্চুস কিনে আনʼ।

    একশো টাকায় একরাশ লজেন্চুস পেয়ে

                                কয়েকটি দন্তহীন মুখে পুরলো ।

    বাকীগুলো ভাবলো ছেলেকে দেবার কথা

            কিন্তু এতে শরীর খারাপ হতে পারে, পরে মনে হলো ।

    সুবলচন্দ্র আগে ভাবছিল ছোটবেলা ফিরে পেলে

                   সে দিনরাত করবে পড়াশুনা ।

    কিন্তু নতুন ছেলেবেলা পেয়ে

               সে আর স্কুলমুখো হতে চায় না ।

    সুশীল রাগ করে এসে বলে,

                       ʼবাবা স্কুলে যাবে না ʼ ?

    সুবল মাথা চুলকিয়ে বলে,

                     ʼপেট কামড়াচ্ছে, স্কুলে যেতে পারব নাʼ।

    সুশীল চেঁচিয়ে বলে, ʼপারবে না বৈকিʼ,

          এমন অনেক পেট ব্যথা আমার হয়েছে , আমি সব জানি ।

    সুবল কাঁচুমাঁচু হয়ে তাকিয়ে থাকে,

            মনে মনে ভাবে এ কথাগুলো আমি মানি ।

    সুশীল এতরকম ভাবে স্কুল থেকে পালাত

             তা তার সব মনে মনে ভাবলো ।

    তাই বাবাকে রোজ স্কুলে পাঠাতে শুরু করলো

          আর স্কুল থেকে পালানোর রাস্তা সব বন্ধ করলো ।

    সুশীলের বড়ই কড়াকড়ি ছিল

                   খাওয়া দাওয়ার  ব্যাপারে ।

    কারন সে যখন ছোটো ছিল, তার প্রায়ই

          অম্বল হতো উল্টোপাল্টা খাবারে ।

    তাই সুশীল বাবাকে কম খেতে দিত

                          যেন  তার অম্বল না হয় ।

    কিন্তু ছোটবয়সি বাবার

              সেই খাবার তাড়াতাড়ি হজম হয়ে যায় ।

    এতে ছোটবয়সি সুবলচন্দ্র রোগা হয়ে

                           তার হাড় জিবজিরে চেহাড়া হয়ে গেল ।

    সুশীল শক্ত অসুখ করেছে ভেবে

                      গাদাগাদা অসুধ খাওয়াতে শুরু করলো ।

  • ইচ্ছাপূর্তি – দ্বিতীয় পর্ব
    Poetry

    ইচ্ছাপূর্তি – দ্বিতীয় পর্ব

    Audio File:

    ( এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ইচ্ছাপূরণ অবলম্বনে রচিত )

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    ইচ্ছা ঠাকরুন দেবী ছেলেকে বললেন

               তোমার ইচ্ছা পূর্ণ হবে।

    কাল থেকে তুমি বাবা হয়ে

                বাবার সব কাজ করবে ।

    একই রকম ভাবে বাবাকে বললেন

               তোমার ইচ্ছা পূর্ণ হবে।

    কালকে থেকে তুমি

             ছেলের স্কুলে পড়তে যাবে ।

    সুবল বাবুর রাত্রে ঘুম হয় না

                    ভোরের দিকে একটু ঘুমোতে পারেন ।

    সেদিন কেমন করে ঘুমিয়ে পরলেন

                   ভোরবেলা ঘুম ভেঙ্গে লাফ দিয়ে নামলেন।

    তার চেহাড়া ছোটো হয়ে গেছে

          ভাঙ্গা দাঁতগুলো সব আবার বেরিয়েছে ।

    পোষাক আশাক সব কেমন

          অনেক বড় বড় হয়ে গেছে ।

    সুশীলচন্দ্র অন্যদিন ভোরবেলা উঠে

            দৌড়াত্ব করে বেড়ায় চারিদিকে ।

    আজ ভোরবেলায় চোখটা কেমন লেগে গেছে

            সুবলের চেঁচামেচিতে ঘুম ভাঙ্গে তাতে ।

    জামা কাপড়গুলো যেন এক্ষুনি সব ছিঁড়ে ফেটে যাবে

                এমনই এঁটে গেছে।

    শরীর কেমন বেড়ে গেছে, মাথায় টাক,

           মুখে কাঁচাপাকা গোঁফ দাড়ি হয়েছে ।

    সুশীলের আজ গাছে চড়তে

                   কোনও ইচ্ছাই করছে না ।

    সামনের পুকুরে ঝাপ দিতে বা

                   কাঁচা আম খেতেও মন চাইছে না ।

    সুশীলের মনে হলো, খেলাধুলো একদম

           ছেড়ে দিলে ঠিক হবে না ।

    সামনে আমড়া গাছে উঠে

             আমড়া পাড়লে মন্দ হয় না।

    গতকাল সে কাঠবিড়ালির মতো

         গাছে উঠে আমড়া খেল।

    কিন্তু নতুন বুড়ো গাছে উঠতে গিয়ে

         ধপাস করে নিচে পড়ে গেল ।

  • ইচ্ছাপূর্তি – প্রথম পর্ব
    Poetry

    ইচ্ছাপূর্তি – প্রথম পর্ব

    ( এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ইচ্ছাপূরণ অবলম্বনে রচিত )

    Audio File:

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    সুশীলচন্দ্র ছিল সুবলচন্দ্রবাবুর

                                   সন্তান একমাত্র ।

    নাম অনুযায়ী ছেলেটির

                                সুশীল স্বভাব ছিল না বিন্দুমাত্র ।

    আকছাড় নানান মানুষের

                       অভিযোগ আসত যখন তখন ।

    সামলাতে সুবল বাবুর

                         প্রাণান্তকর অবস্হা সর্বক্ষণ ।

    একদিন হঠাৎ সুশীলের

                               স্কুলে না যাবার ইচ্ছা ।

    স্কুলে আজ ভূগোল পরীক্ষা

                এ ছাড়া বোস বাড়ীতে বাজী পোরানোর মজা ।

    সবটা চিন্তা করে সে

                        বিছনায় পরলো শুয়ে ।

    তার নাকি দারুন পেট ব্যথা

                        কি করে বেরোবে এই কষ্ট নিয়ে ।

    বাবা সবটা বুঝতে পেরে

                       পাঁচন নিয়ে হাজির হলো ।

    পাঁচনের নাম শুনে

                 সুশীলের পেট ব্যথা উড়ে গেল ।

    বাবা বললো, তোমার পেটব্যথা

                       তুমি শুয়ে থাক চুপটি করে ।

    পাঁচন খাইয়ে বাবা চলে গেল

                        ঘরের দরজা বন্ধ করে ।

    সুশীল কাঁদতে কাঁদতে

                       একটি কথা মনে মনে ভাবে ।

    কাল যদি আমি বাবা হয়ে যাই

                      সে ইচ্ছামতো সব কাজ করতে পারবে ।

    এদিকে বাবা  সুবলবাবু ভাবতে থাকেন

                            তার ছেলেবেলার কথা ।

    বাবা- মাযের আদরে তার

                           পড়াশুনা না হবার ব্যথা ।

    তিনি ভাবেন যদি ছেলের মতো

                          আবার স্কুলে যেতে পারে।

    ভাল পড়াশুনা করে

                          মনের  ব্যথাটা সারাতে পারে ।

    ইচ্ছা পূরণের দেবী

                 ইচ্ছা ঠাকরুন সবটা শুনতে পেলেন ।    

    বাবা ও ছেলের মনস্কামনা শুনে

                        তা পূরণ করার কথা ভাবলেন ।