Poetry
In Poetry category will have various poems will on bengali or bangla. These are based on various issues on the mordern life. This category is only bengali poetry.
-
দামাল হাতীর রসগোল্লা সাবাড় করা
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
এটি একটি
সত্যি খবর ।
হ্যাঁ, খবরটিও
দারুন জবর ।
এক দামাল হাতী
এক দোকান ভেঙ্গে ঢুকে পরে ।
তার আগে সে দোকান ঘরটি
রাত দুটোয় ভেঙ্গে চুরমার করে ।
এটি মাদারিহাটের অশ্বিনীনগরে
একটি বিখ্যাত মিষ্টির দোকানে হলো ।
এক বিয়ে বাড়ীর বরাত পেয়ে
সেখানে নানান মিষ্টান্ন আইটেম তৈরী ছিল ।
মিষ্টির দোকানে ঢুকে হাতী দেখতে পায়
রসগোল্লা, চমচম, সন্দেশ ও কমলাভোগ ।
চেটেপুটে সে সাবাড় করে এক একটি পাত্র
শুরু করে তার রাত্রের ভোগ ।
পরদিন সকালে এ সব দেখে
মিষ্টি ব্যাবসায়ী তো কেঁদে আকুল ।
পঞ্চাশ হাজার টাকা চলে গেল
মনটা তার টাকার জন্য হলো ব্যাকুল ।
ব্যাকুলতা আরও বাড়িয়ে দিল
বিয়েবাড়ীর ডেলিভারির চিন্তা ঘিরে ।
কয়েক ঘন্টায় সব আইটেম
নতুন করে হবে কেমন করে ।
পরে ঐ চোর হাতীর খবর
ব্যাবসায়ী জানতে পারে।
সে ঐ দিনে ছটি বাড়ী ও তিনটে দোকান ভেঙ্গে
তার ডিনারে সে উদরগূর্তি করে।
ক্ষতিটা তো সত্যিই অনেক বড়
ব্যাবসায়ী পরে বলে ।
কিন্তু সেই ডেলিভারী দিতে তার হয়েছে
নাকের জলে আর চোখের জলে ।
অসমাপ্ত ক্ষুদা নিবৃত্তিতে
হাতীর ক্ষুদার তাড়ণায় ।
যাবার আগে সে ভেঙ্গে ফেলে
সামনের লোহার সার্টারটা রাগের জ্বালায় ।
-
Mother’s Grace
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
In the cradle of dawn’s gentle light,
Where love’s purest form takes flight,
A mother’s touch, a soothing balm,
In her embrace, we find calm.
With tender hands and heart of gold,
She weaves the tales our lives unfold,
Guiding steps through the darkest night,
Her love, a beacon, shining bright.
In laughter’s echo, in tears that fall,
She stands as fortress, strong and tall,
Her warmth, a flame that never die,
In every whisper, in every sigh.
Through every triumph, every trial we face,
Her love endures, unwavering and grace.
She sacrifices, without a pause,
For the sake of ours, she breaks her laws.
In her eyes, the world’s reflection,
A mother’s love, a boundless affection,
She nurtures dreams with tender care,
In her embrace, we’re free from despair.
With every heartbeat, she imparts,
Lessons of love, stitched in our hearts,
Her wisdom flows, an endless stream,
In her embrace, we find our dream.
So on Mother’s Day, let’s sing her praise,
In every note, her love we raise,
For she’s the melody of our soul,
In her embrace, we met our goal.
-
May Day
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
In the heart of Chicago, once upon a May,
A tale of struggle and strife found its way.
Workers gathered, voices raised high,
In the shadow of the city’s towering sky.
In the year of ’86, a scene did unfold,
Where the plight of the laborer took hold.
Long hours, low wages, cries of despair,
Filled the air with a fervent prayer.
On that fateful day, the fourth of May,
In Haymarket Square, history would sway.
Amidst the crowd, tension grew,
As workers fought for what was due.
But in the chaos, a sudden spark,
A violence that tore through the dark.
The clash of wills, the clash of might,
In the glow of the city’s electric light.
In the aftermath, the dust did settle,
But the echoes of that day did not dwindle.
For May Day rose, a beacon bright,
A symbol of workers’ relentless fight.
Though years have passed, the spirit remains,
In the veins of those who dare to claim,
Their rights, their dignity, their voice,
In the struggle for a fairer choice.
So let us remember, on this May Day,
The courage of those who paved the way.
In solidarity, hand in hand,
We march forward, a united band.
-
ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কথিত গল্প
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
ভক্তবৃন্দের সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ
পরমহংসদেব বসে আছেন।
ভক্তগনের আগ্রহে তিনি
একটি গল্প বললেন।
এক নাপিত এক ভদ্রলোকের
ক্ষৌরকর্ম করছিল।
দাড়ি কামাতে কামাতে
ভদ্রলোকের একটু কেটে গেল।
ভদ্রলোক চিৎকার করে বলে উঠলেন ʼড্যামʼ,
কেমন করে এটা হয়?
দাড়ি কাটতে বলেছি
গাল কাটতে নয়।
নাপিতও খুব রগচটা মানুষ
সে ক্ষুর ছেড়ে জামার আস্তিন গুটিয়ে ফেলে।
কাজ করতে করতে এমনটা হয়
ʼড্যামʼ মানেটা কি, সে বলে।
ভদ্রলোক নিজের ভুলটা বুছতে পেরে
ঠান্ডা গলায় বলেন, তেমন কিছু না।
তুই সাবধানে কাজটা শেষ কর,
আর যেন কাটে না।
নাপিতও ছাড়ার পাত্র নয়
সে বলে, ড্যাম মানে ভাল হʼলে আমি ড্যাম।
আমার বাবা ড্যাম
আমার চোদ্দ পুরুষ ড্যাম।
আর ড্যাম মানে খারাপ হʼলে
তুমি ড্যাম।
তোমার বাবা ড্যাম,
তোমার চোদ্দ পুরুষ ড্যাম।
এটা শুনে ভক্তবৃন্দের সবাই
হাসতে শুরু করলেন।
ঠাকুরও তাদের সঙ্গে
হাসতে লাগলেন।
এ গল্পটি নগেন্দ্র প্রজ্ঞাম্নদিরের ʼছোটদের কখামৃত থেকে অনুসৃত।
-
Peter Higgs – A Tribute to the Man Behind the Boson
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
In the boundless realms where particles dance,
A theory bloomed, a tale of chance.
From depths of fields, the Higgs arose,
A boson grand, where mystery flows.
In whispers of equations, dreams took flight,
With Peter Higgs, in the realm of light.
His mind a beacon, his spirit bold,
Unraveling secrets, untold & untold.
The Higgs, a phantom, elusive and rare,
Yet in its dance, we found a flare.
A particle born from fields unseen,
In symphony with the cosmic machine.
Scalar boson, with no electric hue,
No charge, no color, yet power imbue.
A giver of mass, in the quantum sea,
A key to understanding, the universe’s plea.
The Sombrero’s shadow, cast far and wide,
In every corner, it does abide.
Breaking symmetries, shaping the scheme,
Granting mass to the particles’ dream.
Peter Higgs, a visionary mind,
In particles’ whispers, he sought to find.
A truth profound, in nature’s design,
In every atom, his legacy enshrined.
Forty years, a quest untold,
In collider halls, where wonders unfold.
At last, a glimpse, a moment of truth,
The Higgs unveiled, in the collider’s sleuth.
ATLAS and CMS, in a grand display,
Revealed the boson, in its glorious array.
Matching the predictions, in every decree,
A Nobel Prize, a laurel for history.
François Englert, Peter Higgs’s peer,
In the tapestry of science, they appear.
Their names entwined, in the cosmic scroll,
A testament to the quest, of the human soul.
But in the midst of triumph, a somber note,
Peter Higgs departed, his journey afloat.
Leaving behind a legacy bright,
In the fabric of cosmos, his spirit takes flight.
The “God particle,” a moniker worn,
In the annals of science, a nickname sworn.
Yet Higgs himself, in humility’s guise,
Shunned the label, with his eyes.
For in the heart of matter, beyond the veil,
Lies the essence of truth, in every detail.
In the symphony of particles, where wonders unfurl,
Peter Higgs’s legacy, an eternal pearl.
So let us raise our voices, in homage and praise, To Peter Higgs who journeyed, through scientific maze
-
এপ্রিল ফুল – দ্বিতীয় পর্ব
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
দেখ, তোমাকে একটা জায়গায় নিয়ে যাব
সেখানে তোমার ভাল লাগবেই ।
তোমার বৌমা তোমা সুটকেশ গোছাচ্ছে
আমরা বেরোব একটু পরেই।
বাবা ভাবলো, ছেলে বোধহয়
আমাকে এপ্রিল ফুল করছে ।
পয়লা এপ্রিলে আমাকে
বোকা বানাবে ভেবেছে।
বাবা মনে মনে ব্যাপারটা বুঝে
ছেলের কথা মতো তৈরী হয়ে নিল ।
একটু পরে ছেলের সঙ্গে
গাড়ীতেও গিয়ে বসলো ।
ছেলে গাড়ী চালিয়ে
অনেক দূরে চলে এল ।
জায়গাটা বারাসাতের কাছে
একটা গ্রামে গাড়ী এসে পৌঁছোল ।
একটু পরে গাড়ী থামলো
আর ছেলে বাবাকে নামতে বললো ।
এখানে আমার সব ঠিক করা আছে
ছেলে বাবার ব্যাগটা নামিয়ে দিল ।
একটু দাঁড়াও, দারোয়ান এসে
তোমাক নিয়ে যাবে ।
সময় নেই বাবা, আমাকে এখান থেকে
অফিস যেতে হবে ।
আমি মাঝে মাঝে আসব
তোমার কাছে দেখা করতে।
তুমি এখানেই থাকবে
অনেক বন্ধুদের সাথে ।
বাবা তখনও ভাবছে
ছেলে বোধহয় এপ্রিল ফুল করছে।
একটু পরে আমাকে নিয়ে
বাড়ীর পথে রওনা দেবে ।
ছেলে গাড়ীতে উঠে গাড়ী স্টার্ট দিল
আর কয়েক সেকেন্ডে গাড়ীও চলে গেল ।
রাস্তার ধুলো বাবাকে ভরিয়ে দিয়ে
ছেলে অফিস চলে গেল ।
বাবা পিছন ফিরে দেখে
এক মাঝ বয়িসি লোক তার ব্যাগ তুলে দাঁড়িয়ে ।
বাবার অজান্তে কখন যেন
চোখ থেকে এক ফোটা জল পরলো গড়িয়ে ।