Poetry on hot topics
These are all my poetries on the recent or hot topics.
-
|| গান শুনতে এ আই ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Gaan Shunte AI সমঝদার গান পাগল মানুষের নয়েস একেবারেই না-পছন্দ। সবাই শুনতে চায় পরিস্কার ভাবে সুর, তাল ও ছন্দ। এআই ইমারসিভ এক্সপিরিয়েন্স তো দরকার গানের মধ্যে ডুবে যেতে। বর্তমান প্রজন্মের মানুষেরা অনেক কিছু চায় গান শুনতে। কনভার্সেশনাল এআই-কে বলতে হবে কোন গান চান শুনতে? সে সত্যি সত্যি হাজির করবে আর আপনার কান তা শুনবে। অনেকে আবার স্ট্রিমিং প্ল্যাটফর্ম খোঁজেন গান শুনতে। গান শুনলে কি হয়? বেশিরভাগ উত্তর ডি-স্ট্রেং হয়। অফিসের কাজের চাপের থেকে এতে মন হাল্কা হয়। কিছু মানুষ আবার বলেন, এতে রোমান্টিক সিদ্ধান্ত নিতে সুবিধা হয়।
-
|| হোয়াটসঅ্যাপ পিঙ্ক স্ক্যাম ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Whatsapp Pink Scam হোয়াটসঅ্যাপের একটি বার্তা পিঙ্ক থিম ডাউমলোড করতে বলছে। এ বার্তা ভারতের কিছু শহরে কিছু মানুষের কাছে এসেছে। সবুজ, সাদা, কালো দেখ দেখে মানুষের একঘেয়ে হয়ে গেছে। তাই তার জায়গায় পিঙ্ক দেখে অনেকেই ডাউনলোড করেছে। হোয়াটসঅ্যাপের রঙ গোলাপি হতেই ফোনের সবকিছু হ্যাকারদের হাতে। আপনার ব্যাঙ্ক-ডিটেলস, সব পাসওয়ার্ড, ওটিপি সবকিছুই তাদের কাছে। সঙ্গে সঙ্গে অ্যনড্রয়েড ফোনের সেটিংস থেকে অ্যাপে গিয়ে পিঙ্ক অ্যাপ আন-ইন্সটল করতে হবে। বা আই ফোনে পিঙ্ক অ্যাপ আন-ইন্সটল করতে হবে।
-
।। জম্বি ড্রাগ ।।
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Zombie Drug মানুষ হয়ে পরে জম্বির মতো এই যে ড্রাগ খায়। তাদের হাত-পা ফেটে গিয়ে রক্ত, মাংস আর পুঁজ বেরোয়। গরু, ঘোড়াকে ট্রানকুলাইজ করতে এটি ব্যাবহৃত হয়। জাইলেজিন নামের একটি ওষুধ দিয়ে এই জম্বি ড্রাগ তৈরী হয়। এটি খেয়ে কিছুদিন আগে নʼজন মারা গেছে। সব জেনেও মানুষেরা জম্বি ড্রাগ খেয়ে যাচ্ছে।
-
|| ব্রেন কম্পিউটার ইন্টারফেস ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Brain Computer Interface ব্রেন কম্পিউটার ইন্টারফেসে মানুষের ব্রেনের সঙ্গে, কম্পিউটার বা মোবাইল লাগানো হয়। কম্পিউটার ইন্টারফেস দু রকম হয়। একটির নাম ইন্টেনলিভ ইন্টারফেস। অন্যটির নাম নন-ইন্টেনলিভ ইন্টারফেস। ইন্টেনলিভ ইন্টারফেসে একটি কম্পিউটার চিপ অপারেশন করে ব্রেনে লাগানো হয়। নন-ইন্টেনলিভ ইন্টারফেসে কিছু যন্ত্র মাথায় পড়ে নিতে হয়। ইন্টেনলিভ ইন্টারফেসে পারকিনসন ডিমেনশয়া ও অ্যালঝাইমার্সের নিরাময় হয়।
-
|| টাইটানে রুবিক্স কিউব ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Titane Rubix Cube উনিশ বছরের এক কিশোরের শখ রুবিক্স কিউব নিয়ে। বারো সেকেন্ডে সল্ভ করতো সেটা সবাইকে তাক লাগিয়ে। বাবার অনুরোধে টাইটানে সে গিয়েছিল এ্যাডভেন্চার করতে। তার মনে ছিল, বারো হাজার ফুট নিচে বারো সেকেন্ডে রুবিক্স সল্ভ করবে সে। বাবার কাছে একটা ভালো ক্যামেরাও কেনে সে এ কাজটা রেকর্ড করতে। এ কাজটায় বিশ্বরেকর্ড করে গিনেস বুকে নাম লেখাতে। আটলান্টিকের ধ্বংসাত্বক বিস্ফোরণে প্রান গেল সবার। সাগরের অতলে ধ্বংস হলো তার ইচ্ছা গিনেস বুকে নাম লেখাবার।
-
|| টাইটানিক ও টাইটান ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Titanic o Titan টাইটানিকের মতো টাইটানও ধ্বংস হলো দু হাজার তেইশে। কʼদিন আগে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গেল পাঁচজন। তারা যে সাবমেরিনে করে দেখতে গেল তার নাম টাইটান। উনিশশো বারো সালে টাইটানিক ধ্বংস হয়। আর দু হাজার তেইশে, তাকে দেখতে গিয়ে টাইটানও শেষ হয়ে যায়। টাইটান সাবমেরিন বিস্ফোরণে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। বিস্ফোরণের কারণ জানা যাবে পরে। টাইটানের পথ-প্রদর্শক জাহাজ বিচ্ছিন্ন হয় শুরুর পোঁনে দু ঘন্টা পরে। এটা সম্ভবত প্রধান কারণ হলেও হতে পারে। টাইটানিকের ধ্বংসে এক দম্পতির মৃত্যু হয়েছিল। টাইটানেও আরেক দম্পতি, পাইলট এবং তার স্ত্রীর মৃত্যু হলো। টাইটানিকের মৃত দম্পতির গ্রেট গ্রেট গ্র্যানচাইল্ড,…
-
|| আ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড সিন্ড্রোম ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Alice in Wonderland Syndrome বিখ্যাত গল্প আ্যালিস ইন ওযান্ডারল্যান্ড গল্পে আ্যালিসের আকার বদলে যেত খাবার পরে। একটি রোগ আছে যা সবসময় এই গল্পের পথ ধরে। নʼবছরের অস্ট্রেলিয়ার মেয়ে মাকে বলে, রাস্তার সব বাড়ীগুলো সব বড় হয়ে যাচ্ছে। তার আবার স্কুলে মনে হয় টিচারের মাথাটা বড় দেখাচ্ছে। ইংল্যান্ডের আটচল্লিশ বছরের একজনের ছোটোবেলা থেকেই নিজের হাত দুটোকে বড় মনে হতো, আর আশেপাশের বাড়ীগুলোকে খুব ছোটো মনে হতো। ওপরের দুটি ক্ষেত্রে দুটি মানুষেরই আ্যালিস রোগ হয়েছে। এই রোগ দৃষ্টি, শ্রবণ ও স্পর্শ ইন্দ্রিয়ের প্রবলেম থেকে শুরু হয়। আবার কখনোও কখনোও দেখা বা শোনা এসবের ইলিউশনেও এ…
-
|| পৃথিবী – দুই ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Earth – Two point Zero পৃথিবীর মতো আরেকটি গ্রহ আবিস্কার হয়েছে। দু হাজার পʼনের সালে জ্যোতির্বিজ্ঞানীরা এটির খোঁজ পেয়েছে। এটির বৈজ্ঞানিক নাম কেপলার-চারশো বাহান্ন-বি। আরেকটি নাম পৃথিবী-দুই বা আর্থ-টু পয়েন্ট জিরো। এর পরিবেশ অনেকটাই পৃথিবীর মতো। তাই একে বলে পৃথিবীর বোন-খুড়তুতো। পৃথিবীর মতোই পৃথিবী -দুই-এর সমুদ্র আছে। তাই গাছপালা থাকার সম্ভাবনা তার কাছে। পৃথিবী-দুই পৃথিবীর থেকে প্রায় পাঁচগুণ বড়। এর ব্যাসার্ধ সে কারণে প্রায় দ্বিগুণ বড়। পৃথিবী-দুই গ্রহটি পৃথিবী থেকে প্রায় আঠারোশো লাইট ইয়ার দূরে। এটি যে তারার গ্রহ, তার চারিদিকে সে তিনশো পঁচাশি দিনে একপাক ঘোরে। ঐ তারাটির বৈজ্ঞানিক…
-
|| ডিজিট্যাল ডিটক্সিফিকেসন ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Digital Detoxification খুব ক্লান্ত ও পরিশ্রান্ত মনে হচ্ছে নিজেকে? সত্যি সত্যি যদি অনেক বেশী কাজ করে থাকেন, তাহলে এটাতো নরম্যাল, বিশ্রাম নিতে পারেন। যদি সে সব কিছু না হয়ে থাকে তাহলে তো ডাক্তারের পরামর্শ নিতে হবে। এ ছাড়াও আজকের দিনে আরও একটা প্রবলেম আছে। যেটাতে আমরা সত্যি সত্যিই পরিশ্রান্ত হয়ে পড়ছি। আমাদের আজকের দিনে কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ, টিভি, আরও কতকি হতে পারে আজকের ডিজিট্যাল দুনিয়ায়। এগুলো দেখতে দেখতে আমাদের চোখ হচ্ছে ক্লান্ত। আর আমরা হয়ে পরছি পুরোপুরি শ্রান্ত। এর থেকে বাঁচার উপায় ডিজিট্যাল ডিটক্সিফিকেসন। সপ্তাহে একদিন বা দিনে কয়েক ঘন্টা …
-
|| এ আই গার্লফ্রেন্ড ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita AI Girlfriend এসে গেল এ আই গার্লফ্রেন্ড আপনার মোবাইল আ্যাপে। আপনার পছন্দ মতো আপনিই বানাবেন তাকে। খেমন দেখতে, সে কোন কোন বিষয়ে কথা বলবে, সবই আপমাকে ঠিক করে দিতে হবে। অমেরিকার তেইশ বছরের একটি মেয়ে এটি বানিয়েছে। গার্লফ্রেন্ডের নাম কারিন মার্জো সে এখানে ভার্চুয়াল ইমেজ হয়ে থাকবে। তার সঙ্গে চ্যাট করে কথাও বলতে পারেন। তবে সেক্ষেত্রে চার্জ হবে প্রতি মিনিটে এক ডলার। এটি করতে সবথেকে আগে তৈরী করতে হবে এক ʼঅবতারʼ। এই অবতারের সুবিধা হলো সে কোনোও গিফ্ট চাইবে না। মন ভোলাতে আপনাকে গানও গাইতে হবে না। যে সমস্ত মানুষ নিঃসঙ্গতায়…