Poetry on hot topics

These are all my poetries on the recent or hot topics.

  • || মেশিন মানুষকে মানছে না ||
    Poetry,  Poetry on hot topics

    || মেশিন মানুষকে মানছে না ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Machine is not obeying his master

    মানুষ করেছে মেশিন

            এখন সেই মেশিন নিয়ে ব্যাতিব্যস্ত।

    আমার কথা না শুনলে

             ʼকি করিʼ – এই নিয়ে ত্রস্ত।

    হার্ডওয়ার – সফ্টওয়ারের যুদ্ধ

                        অনেক আগে থেকে ।

    হার্ডওয়ার অনেক এগিয়ে

                         তাই ওরাই সব সময়ই জেতে।

    এ আইয়ের গডফাদার

                            গুগুল ছেড়েছেন চিন্তায়।

    মানুষের ভবিষৎ নিয়ে আশঙ্কিত তিনি

                           ভাবছেন আগামী দিনে কি হয়।

    যন্ত্রের বুদ্ধি আর মানুষের চেতনা

                             এরা কি পরস্পরের সহযোগী?

    মানুষ যন্ত্রকে দিনে দিনে বুদ্ধিমান করেছে

    সেই বুদ্ধির ডেটাবেস হচ্ছে চেতনার উপযোগী।

    কিনতু এ যেন এক সরু গলি

                   যেখানে এগুনো যায়, বেরোনো যায় না।

    মানুষের অগ্রগতি সেই গলিতেই

                    তাই এগোনোই যাবে, পিছোনো যাবে না।

    মানুষ যে যন্ত্রগুলো যন্ত্রকে দিয়েছে

                                     সেই সমন্বিত বুদ্ধিই এ আই।

    সেই বুদ্ধির জোরে, মানুষকে অমান্য করছে

                     এই চিন্তায় সে ভাবে, ʼকোথায় পালাইʼ।

  • || পজিটিভ মাইন্ডসেট – সেভেন প্রমিসেস ||
    Poetry,  Poetry on hot topics

    || পজিটিভ মাইন্ডসেট – সেভেন প্রমিসেস ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Positive Mindset – Seven Promises

    ভাল করে বাঁচতে গেলে

                ভাল মন দরকার।

    ভাল মন চায় আবার

                ভাল কিছু করার।

    # তাই দিন শুরু হোক

                কোনও পজিটিভ নোটে।

    এমন কিছুলিখতে হবে

                যাতে মনের হাসি ফোটে।

    # একটা কাজ করতে হবে

                যার শেষটা হবে ভাল।

    ভাল কাজে মনটা দিলে

                মনটা দেখবে আলো।

    #দুঃখ আছে মনের ভেতর

                চিন্তা করো সেটা।

    নিজে একটু আলাদা হʼলে

                                হাসির খোরাক ওটা।

    # হেরে গেছো বলে দুঃখ কেন

                 হারের পরেই আসে জয়।

    কাজের ভুলটা ঠিক করলে

                 হবেই তোমার এ কাজে বিজয়।

    # মনের মধ্যে নেগেটিভ যা আছে

                                        একটু খানি পালটে দাও

    নতুন কাজটা হবেই পজিটিভ

                                        আমার কথাটা মিলিয়ে নাও।

    # পুরোনো কথাটা ভাবছো কেন

                   অতীত থেকে শিক্ষা নাও।

    নতুন সকাল, নতুন রোদে

                   নতুন কাজে মন দাও।

    # ভাল কাজের বন্ধু খোঁজো

                   ভাল মেন্টরও দরকার।

    কাজের সঙ্গী ভাল পেলে

                   সবাই দেবে পুরস্কার।

    সাতটা প্রমিস হোলো এবার

                    কবে থেকে করবে শুরু?

    জন্মদিনে, নতুন বছর কিম্বা কোনও বিশেষ দিনে   কিম্বা জানো তার কাছে, যাকে মানো তোমার গুরু।

  • || চ্যাটজিপিটি ||
    Poetry,  Poetry on hot topics

    || চ্যাটজিপিটি ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    ChatGPT

    চ্যটজিপিটি হʼল

                চ্যট জেনারেটিভ ট্রান্সফরমার।

    এটা আমেরিকায় তৈরী

                            একটা  এ আই সফ্টওয়ের।

    আমেরিকার ওপেন এ আই কোম্পানী

                           এর জন্ম দিয়েছে।

    নভেম্বর দু হাজার বাইশে

                            এটা রিলিজ হয়েছে।

    চ্যটজিপিটি শুরু হয় আরেকটা সফ্টওয়ের

                                            চ্যাটবট থেকে।

    চ্যাটবট একটি কোম্পানীর

                      কাস্টমার সাপোর্টের কাজে লাগে।

    এটি ন্যাচারাল ল্যাঙ্গুয়জ প্রসসেসিং, মেশিন লার্নিং ও

                             এ আই ব্যবহার  করেছে।

     চ্যাটবটকে যা শেখানো হয়েছে

                                               সেটাই সে বলতে পারে।

    কিন্তু চ্যটজিপিটি যে কোনও বিষয় জানে

      তাই অনেক ক্ষেত্রেই এটা ব্যবহার করা যেতে পারে।

    ফাইন্যানসিয়াল এক্সপার্টের বদলে

                    কিছু কিছু ক্ষেত্রে কাজ করে।

    তেমনি টিচারের জায়গায়

                  পড়াতেও পারে।

    তবে কি মানুষের জায়গায়

              চ্যটজিপিটি চলবে?

    সেটা আগামী দিনে

                 মানুষই বলবে।

    ক্লাসের লাস্টবয়কে মানুষ টিচার

                  জানে কি ভাবে শেখাতে হবে।

    সেট কি এ আই সফ্টওয়ের দিয়ে

                                       সম্ভব হবে?

    ভগবানের সৃস্টি মানুষ আর

                             মানুষের তৈরী এ আই।

    তাই বেশীরভাগ সময়ে মানুষই জিতবে

                              এটাই বলতে চাই।

  • ।। সূর্য্য পৃথিবীকে গিলে খাচ্ছে ।।
    Poetry,  Poetry on hot topics

    ।। সূর্য্য পৃথিবীকে গিলে খাচ্ছে ।।

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Sun is swallowing earth

    মন খারাপ কেন?

    পৃথিবী ধ্বংস হবে তাই?

    এসব ভেবে কোনও লাভ নাই।

    প্রশ্ন হচ্চ্ছে মানুষ কি এটা আটকাতে পারবে?

    উত্তরটা তো ʼনাʼ, তাই ভেবে কি হবে?

    দু হাজার কুড়ি সালে ক্যালিফোরনিয়ার এম আই টির

    এক এস্ট্রোফিজিসিস্ট দেখেছেন –

    একটা তারা সামনের গ্রহকে গিলে খাচ্ছে।

    ভেঙ্গে চুরে নয়,আস্ত গ্রহটাকে গিলে ফেললো।

    হঠাৎ  তারার মধ্যে গ্রহটা চলে গেল ।

    তারার নিজস্ব আলো আছে, গ্রহের নেই।

    বয়েস হʼলে তারারা, একদিন মরবেই।

    সেই সময়ে কাছের গ্রহদের খেয়ে সে আরও বড় হবে।

    আর সেই সব বেচারা গ্রহের প্রাাণ যাবে।

    এস্ট্রোনমিস্টদের গবেষণায় জানা যাচ্ছে –

    এখন থেকে পাঁচ বিলিয়ন বছর পরে

    পৃথিবীকে পেটে পুরে

    সূর্য্য আরও বড় হবে।

    আশার কখা এটাাই যে সূর্য্য

    প্রথমে মঙ্গলকে তারপর শুক্রকে খাবে।

    তরপর পৃথিবীর দিকে হাত বাড়াবে।

    এখনও চিন্তা? এসব ছেড়ে, বাঁচুন।

    ক্যলকুলেসনের  তো কিছু ভুল হʼতে পারে,

    তাই এবারে হাসুন।