• জন্ম মৃত্যু
    Poetry

    জন্ম মৃত্যু

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    একটি বছর, একটি দিন

                  একটি সময় ।

    কেউ শুরু করে তার জীবন

                কারো বা শেষ হয় ।

    আজ যেমন মহানায়ক

                উত্তমকুমারের মৃত্যুদিন ।

    তেমনি এই দিনটি হলো

                গায়ক সুবীর সেনের জন্মদিন ।

    জন্মে শুরু আর মৃত্যুতে শেষ

                এটাই জীবন মানুষের ।

    শেষের মানুষ শুরু করে

                উৎপত্তি হয় এক নতুন প্রাণের ।

    চলছে এই পরিক্রমণ

              পৃথিবীর পরিক্রমণের সাথে ।

    মৃত্যুতে শোক প্রকাশ

              আর জন্মতে আনন্দে মাতে ।