-
|| জম্বি অ্যাটাক ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Zombie Attack
নামকরা এক স্কুল থেকে
ফোন আসে পুলিশ স্টেশনে।
ʼআমাদের বড় বিপদ, বাঁচান আমাদেরʼ
ʼনইলে আমরা সবাই মরতে পারি প্রাণেʼ।
ছাত্র, শিক্ষক সবাই জানায়
তাদের বিপদের কথা।
পুলিশেরা ভাবে মজা করছে
নাটক-বাজী এটা।
শেষমেশ এক বিরাট পুলিশ বাহিনী
আসে স্কুলের কাছে।
দেখে, সত্যিই সব বন্দুকবাজেরা
স্কুলটা ঘিরে আছে।
তারা কালো মাস্ক পরে আছে
আর কালো জামা-প্যান্ট।
চোখ দুটো শুধু বেরিয়ে আছে
মনে হয় ওরা ব্লান্ট।
গুলি করছে এদিক ওদিক
মুখে কোনোও কথা নেই।
পুলিশের মাইকের ঘোষনায়
ওদের কোনোও গ্রাহ্য নেই।
পুলিশ যখন করলো গুলি
মরলো না তো কেউ।
একটু আধটু সরে গেল
হোলো কিছু হৈ চৈ।
পুলিশ বোঝে এবাবে হবে না
ভাবতে হবে অন্য কিছু ।
প্ল্যান করে তারা, কি করা যায়
লাগতে হলে ওদের পিছু।
হেলি-কপ্টার থেকে কʼজন পুলিশ
জাম্প দিল ওই স্কুলের ছাতে।
দেখল ওরা ছাতের মধ্যেও
লাইন দিয়ে দাড়িয়ে আছে।
এগিয়ে এসে কামড়াচ্ছে ওরা,
পুলিশ পড়ছে ঢলে।
আজব ব্যাপার, পুলিশেরা কামড় খেয়ে
যাচ্ছে ওদের দলে।
মানুষ নয় ওরা, দানব মনে হয়
কেউ কেউ আবার জম্বি বলে।
মানুষের মতো দেখতে ওরা
আবার খেতেও যায় মানুষ পেলে।
পুলিশদের মিটিং হয়
বড়কর্তাদের সাথে।
এটা শহরের বিপদ
বাঁচাতে হবে স্কুলের সবাইকে।
স্কুলের মধ্যে সবাই আটকে
দরজা জানালা বন্ধ।
দিনের বেলাতেও আলো জ্বলছে
মুখে সবার আতঙ্ক।
বোম্বিং স্কোয়ার্ড চলে আসে এখানে
চারিদিকে বোম্বিং করে।
লোহার বর্মে পুরো ঢেকে
কিছু পুলিশ ঢোকে ভেতরে।
দেব-দেবী ছবি দেখিয়ে
ওরা কিছুটা ঘায়েল হয়।
এরপর পুলিশের বাইরের অ্যাটাকে
ওরা সবাই মারা যায়।
এভাবে বাঁচে একটা স্কুল
আর শহরের সম্মান।
পুলিশের বুদ্ধিতে বাঁচল সবাই,
আর কত মানুষের প্রাণ।
বিঃ দ্রঃ – এটি একটি দক্ষিন কোরিয়ার বিখ্যাত ওযেব সিরিজ ʼঅল অফ আস আর ডেডʼ অবলম্বনে।