• ভাল ছেলে – ব্যাচিলর বাবার প্রেম কাহিনী (তৃতীয় পর্ব)
    Poetry

    ভাল ছেলে – ব্যাচিলর বাবার প্রেম কাহিনী (তৃতীয় পর্ব)

    Audio File

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    পাড়ার মেয়ে সন্ধ্যা

             সেও ভক্ত হারানের।

    চোখের ঝিলিক মুগ্ধ করে হারানকে

             দেখা হলে য্গলের।

    হারান শেখায় কৃষকদের

             জমী তৈরী করতে।

    বীজতলাটাও কেমন হবে

            কোন কোন সার লাগবে তাতে।

    চাষের মাস্টারী করতে গিয়ে

         নাম হয়েছে মাস্টারমশাই।

    গ্রামের মানুষের উপকার করতে

          হারান থাকে ব্যগ্র সদাই।

    উৎপাদন বাড়াতে কীটনাশক দেওয়া

          সময়মতো খুবই জরুরী।

    সারের প্রয়োগ কেমনভাবে

          শিখিয়ে দেয় তার মাস্টারী।

    স্বনির্ভর হʼতে সন্ধ্যাও শেখে

                           চাষের নানান কথা।

    তার মুচকি হাসির ঝলকানিতে

                হারানের খুশির ব্যাকুলতা।

    খুশির ছোঁয়ায় কখন যেন

                 পরস্পর টান অনুভব করে।

    প্রেমের জন্ম কখন থেকে

                  কে বলতে পারে?

    মদন-শরে বিদ্ধ যুগল

                       হাবুডুবু প্রেম জ্বরে।

    প্রেমের দেবতা মুচকি হাসেন

                      স্বার্থকতার পরে।

    পাড়ার পিসিমা-মাসীমার চোখে পরে

               সন্ধ্যা, হারানের এই প্রেম কাহিনি।

    বলে, চারহাত মিলিয়ে দেওয়া

                           দরকার যে এখনি।

    সন্ধ্যার বাবাকে জানায় তারা

           বিয়ের ব্যবস্থা করো তাড়াতাড়ি।

    ভাল ছেলে হারানকে

                   পছন্দ তো সবারই।

    সন্ধ্যা আবার পছন্দের পিসি

                       যীশু আর বন্যার।

    সন্ধ্যাও ভলবাসে তাদের

                  যেন নিজের ছেলেমেয়ে তার।

  • ভাল ছেলে – ব্যাচিলর বাবা (প্রথম পর্ব)
    Poetry

    ভাল ছেলে – ব্যাচিলর বাবা (প্রথম পর্ব)

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    গ্রামের মানুষ হারান

              তার ছোট্ট একটি ঘর।

    বাবা-মা তার মারা যায মহামারীতে

           যখন তার বয়েস পনেরো বছর.

    এখন বয়েস তার তিরিশের কোটায়

             রাশি রাশি স্বপ্ন তার মনে।

    পাড়ার সকলে ভালবাসে তাকে

             ভাল ছেলে বলে জানে।

    সকাল থেকে ছুটে ছুটে করে সে

                তার নানান কাজ।

    ক্ষেতের সবজি, গোলার ধান

                মজুত আছে তার আজ।

    তার সঙ্গে থাকে দুটি প্রাণী

           নʼবছরের ষীশু আর পাঁচ বছরের বন্যা।

    ব্যচিলর বাবার দুই সন্তান

                      একটি পুত্র আর অন্যটি কন্যা।

    গ্রামের সাধুবাবার আশ্রমে

                               এই যীশু ও বন্যার ছিল আশ্রয়।

    অনাথ দুই  ছেলে মেয়ে

                                    ছিল সাধুবাবার খুব প্রিয়।

    সাধুবাবা মৃত্যুসজ্জায় এদের

                                তুলে দেন হারানের হাতে।

    সেই থেকে এরা দুজন

                                 হারানের বাড়ীতেই থাকে।

    নিজেই করে সে রান্না-বান্না

               তিন মানুষের সংসার।

    ষীশু আর বন্যা আনন্দেই থাকে

               নতুন ব্যাচিলর বাবাব়।