-
|| কথা না কাজ ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Kotha na Kaaj
কোনটি বেশী জরুরী,
কখা না কাজ।
কাজকে সবাই এগিয়ে দেবে
এখন দেখা যাক।
বাচিক শিল্পী হলে
কথা বলাটাই তো তার কাজ।
আবার রঙের মিস্ত্রি হলে
রঙ করাটাই তার কাজ।
তাই সমান-সমান,
দুটোই সমান দরকারী।
এখন কখন কোনটা প্রয়োজন
সেটা জানাটাই বেশী জরুরী।
একটি ছেলে তখন সে
ম্যাথসে অনার্স পরীক্ষা দেবে।
একটা সময় সে ঠিক করলো
কথা বলা বন্ধ করবে।
দিনের পর দিন
সে ইসারায় কথা বলে।
অঙ্ক করা ও তার চিন্তায়
এইভাবে তার দিন চলে।
পুরো এনার্জির বেশীর ভাগটাই
সে অঙ্কের জন্য খরচ করে।
এতে প্রিপারেশন তো ভাল হলো
সময়টা ঠিক খরচ করে।
তাতে তার পরীক্ষায় তো নিশ্চয়ই
সুফল হলো,
কিন্তু বেশ কিছুদিন কথা না বলায়
কথা বলায় গন্ডগোল হলো।
আগের মতো এক নাগারে
তার কথা বলতে অসুবিধা হয়।
নতুন যারা তাকে দেখলো, তারা ভাবলো
এর গন্ডগোল আছে কথা বলায়।
মাস খানেক পর
ব্যাপারটা ঠিক হলো।
এ যে কথা বলতে পারে
এটা সবাই বুঝলো।
তাই যেটি দরকার
সেটিই করুন।
মানুষের এনার্জি লিমিটেড,
তাই সেটির সঠিক খরচ করুন।