• || ʼআমিʼ মানুষ ||
    Poetry

    || ʼআমিʼ মানুষ ||

    Audio File

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    ‘Ami’ Manush

    ʼআমিʼ মানুষদের

                         সবকিছুই ʼআমিʼ ঘিরে।

    পৃথিবীতে এমন কিছু নেই

                         যা তাদের হাতের বাইরে।

    এরা এত বেশী ʼআমিʼ কেন্দ্রীক যে

         সমগ্র পৃথিবীই ওই আমির চারদিকে ঘোরে।

    তাদের একটু উৎসাহ দিলে

              তারা ʼআমিʼর সমুদ্রে ভেসে যায়।

    দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে

               অফুরন্ত গল্পের স্রোতে খেই হারিয়ে যায়।

    সমাজে এইসব ব্যাক্তি

                সবার কাছে হাস্যস্পদ হয়।

    ওদের ঠিক করতে

               মাথার ব্যামো ঠিক করতে হয়।