• In the Dismay of Finding Nothing
    Poetry

    In the Dismay of Finding Nothing

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Amidst the worry of finding naught,

    Hope takes birth, despite the thought.

    When it settles deep within the mind,

    Fragmenting the strength we once defined.

    As the mind weakens, it’s plain to see,

    The body too loses its energy.

    Understanding oneself then becomes the key,

    To heal the mind from this misery.

    From the heart, detach those fears,

    Abandon the hope of fruits, it clears.

    Gradually, the mind breaks free,

    Embarking anew with spirited glee.

  • || হতাসাকে তাড়ানো ||
    Poetry

    || হতাসাকে তাড়ানো ||

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Hatasake Tadano

    কোনও কিছু না পাওয়ার দুঃস্চিন্তায়

                 হতাসা জন্ম নেয়।

    মনের মধ্যে যখন সে জাঁকিয়ে বসে

               মনের শক্তি ছিন্নভিন্ন করে দেয়।

    মন শক্তিহীন হয়ে পরলে

          শরীরেরও শক্তি কমে গেছে মনে হয়।

    নিজের আত্মাকে তখন

                মনকে বোঝাতে হবে।

    নিজেকে মন থেকে ওই হতাসাকে তাড়িয়ে

       ফলের আশা ত্যাগ করে এগোতে হবে।

    ক্রমে মন হতাসা মুক্ত হয়ে

        আবার নতুন উদ্যমে কাজ শুরু করবে।

  • || চিন্তা ||
    Poetry

    || চিন্তা ||

    Audio File

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Chinta

    মানুষ জীবনের নানান সমস্যায়

                 দুঃচিন্তা করে।

    সেই দুঃচিন্তা মানুষের শরীর ও মনকে

                  শ্রান্ত করে।

    নিজের কাজের ফলস্রুতি

             সে নিজেই ঠিক করে।

    সেই ফল যদি না মেলে

             তাহলে সে ভেঙ্গে পরে।

    তাই নিজের কাজের ফল

               চিন্তা না করে,

    সবাই নিজের নিজের কাজ করে যান

                 ভালো করে।

    কাজের ফলস্রুতি মানুষের

                হাতের বাইরে।

    তাই মনের খুশি নিয়ে কাজ করুন

            ভালো, আরও ভালো,… করে।

  • ।। ভয় ।।
    Poetry

    ।। ভয় ।।

    Audio File

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Bhoy

    মানব মনে আবেগে সুখ দুঃখের

    আরেক দোসর ভয়।

    এটি বেড়ে গেলে বুদ্ধিভ্রংশে

    নানান বিপদ হয়।

    ভয়ের দোসর দুঃখ

    অতি ভয়ে এসে পরে।

    রাতদিন সেই চিন্তায়

    কুঁরে কুঁরে মন মরে।

    ভয়ের উদ্রেগ দেখি তার চোখে

             তার নানা আচরণে।

    এই ভয় জন্ম নেয়

                বিভিন্ন কারণে।

    কোনো কিছু হারাবার ভয়

                  আসে দুঃচিন্তায়।

    অপরাধী ভয় পায় তার অপরাধ

             ধরা পড়বে এই চিন্তায়।

    আবার অনেকগুলো ভয়ের

              কারন একটি ভয়ের উৎস।

    সেই ভয়গুলো তাড়া করলে মনে

              মানুষটি হয়ে পড়ে অপ্রকৃতিস্থ।

    খ্যাপা কুকুরে কামড়ালে

                  জলাতঙ্ক হয়।

    তখন সে জল দেখলেই

                  ভয় পায়।

    মনোরোগ বিশেষজ্ঞেরা

             খোঁজেন ভয়ের উৎস।

    কথাবার্তা বলে বেরিয়ে পড়ে

                 আসল রহস্য।

    উৎস থেকে বেড়িয়ে পরে

                 কোনোও পুরোনো ঘটনা।

    পুনরাবৃত্তি করতে তিনি

                সৃস্টি করেন নাটক রচনা।

    এই নাটকে দেখানো হয়

                  কোথায় সে যুক্ত।

    নাটকের বিশ্লেষনে

            সে হয় ভয়টি থেকে হয় মুক্ত।

    এসব ঘটনা আমাদের

                  সকলেই জানা।

    কিন্‌তু ভয় থেকে

                নিষ্কৃতির পথ আছে নানা।

    ভয়কে ছেড়ে নিজের পথে এগোনো

                      একটি উপায়।

    আরেকটিতে ভয়ের সামনে এগিয়ে

                   তাকে করো জয়।

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর

                  দেখিয়েছেন ভয় মুক্তির পথ।

    ভয় থেকে তুমি অভয়ের মাঝে

                  আমার নতুন জীবন দাও।

    সুখ, দুঃখ, স্বার্থ, সংশয় ছেড়ে

              থাকি সত্য, শান্তি মঙ্গলময় কাজে।

    দীনতা ছেড়ে যেন মুক্তি খুঁজি

               অমূল্য অক্ষয় ধনের মাঝে।

    রবীঠাকুরের সেই ʼতুমিʼ

                        আমাদের প্রভু বা ঈশ্বর।

    আমাদের একমাত্র অবলম্বন

                                তিনি অবিনশ্বর।

  • ।। চিন্তা কোরো না ।।
    Poetry

    ।। চিন্তা কোরো না ।।

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Chinta koro na

    চিন্তা কোরো না।

    মনের চিন্তা দূরে রাখ

          থাকো হাসি খুশি ফুরফুরে।

    মনটা যদি শান্ত থাকে

              শরীর হবে ঝরঝরে।

    চিন্তা কোরো না।

    চিন্তা কোরো না।

    ছেলের চাকরি, মেয়ের বিয়ে

              ঠিক সময়েই হবে।

    শান্ত মনে কাজ করে যাও

               সময়ে সব পাবে।

    চিন্তা কোরো না।

    চিন্তা কোরো না।

    ইউটিউবের সাবস্কাইবার

              বাড়লো না তো আজ।

    দুঃশ্চিন্তা ছেড়ে তুমি

               করতে বসো কাজ।

    চিন্তা কোরো না।

    চিন্তা কোরো না।

    নাতির পরীক্ষার ফল কেমন হবে।

              সেই চিন্তায় প্রাণ অতিষ্ট?

    দেখ নাতি কি করছে

                           মনে রেখ না কোনোও কষ্ট।

    চিন্তা কোরো না।

    চিন্তা কোরো না।

    গুরুদেবের প্রয়াণে মন এতই ভারাক্রান্ত

           তা বলে বৃন্দাবন যাওয়া বন্ধ কোরো না।

    সব মানুষই মরণশীল

                             মনে কষ্ট পেয় না।

    চিন্তা কোরো না।

    চিন্তা কোরো না।

    মন ভাল হলে, কাজ ভাল হয়

                         কাজ ভাল হলে মন।

    এদের দেখে মনে হয়

                             এরা যমজ বোন।

    চিন্তা কোরো না।

    চিন্তা কোরো না।

    সুস্হ থাকতে মন ভাল চাই

                    করতে হবে অনেক কাজ।

    সবটা দেখে মনে হবে

                    তুমি নিজেই মহারাজ।

    চিন্তা কোরো না।