-
এপ্রিল ফুল – দ্বিতীয় পর্ব
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
দেখ, তোমাকে একটা জায়গায় নিয়ে যাব
সেখানে তোমার ভাল লাগবেই ।
তোমার বৌমা তোমা সুটকেশ গোছাচ্ছে
আমরা বেরোব একটু পরেই।
বাবা ভাবলো, ছেলে বোধহয়
আমাকে এপ্রিল ফুল করছে ।
পয়লা এপ্রিলে আমাকে
বোকা বানাবে ভেবেছে।
বাবা মনে মনে ব্যাপারটা বুঝে
ছেলের কথা মতো তৈরী হয়ে নিল ।
একটু পরে ছেলের সঙ্গে
গাড়ীতেও গিয়ে বসলো ।
ছেলে গাড়ী চালিয়ে
অনেক দূরে চলে এল ।
জায়গাটা বারাসাতের কাছে
একটা গ্রামে গাড়ী এসে পৌঁছোল ।
একটু পরে গাড়ী থামলো
আর ছেলে বাবাকে নামতে বললো ।
এখানে আমার সব ঠিক করা আছে
ছেলে বাবার ব্যাগটা নামিয়ে দিল ।
একটু দাঁড়াও, দারোয়ান এসে
তোমাক নিয়ে যাবে ।
সময় নেই বাবা, আমাকে এখান থেকে
অফিস যেতে হবে ।
আমি মাঝে মাঝে আসব
তোমার কাছে দেখা করতে।
তুমি এখানেই থাকবে
অনেক বন্ধুদের সাথে ।
বাবা তখনও ভাবছে
ছেলে বোধহয় এপ্রিল ফুল করছে।
একটু পরে আমাকে নিয়ে
বাড়ীর পথে রওনা দেবে ।
ছেলে গাড়ীতে উঠে গাড়ী স্টার্ট দিল
আর কয়েক সেকেন্ডে গাড়ীও চলে গেল ।
রাস্তার ধুলো বাবাকে ভরিয়ে দিয়ে
ছেলে অফিস চলে গেল ।
বাবা পিছন ফিরে দেখে
এক মাঝ বয়িসি লোক তার ব্যাগ তুলে দাঁড়িয়ে ।
বাবার অজান্তে কখন যেন
চোখ থেকে এক ফোটা জল পরলো গড়িয়ে ।
-
এপ্রিল ফুল – প্রথম পর্ব
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
বাবা, ছেলে ও ছেলের বৌ
এই নিয়ে ছোট সংসার ।
সুখ, শান্তি আর হাসি আছে
একটু নয়, অপার ।
বাড়ীর সিনিয়র কর্ত্তী আর চলে গেছেন
বছর কয়েক আগে ।
বাবা তাই মনমরা
বড়ীর এক কোনায় পরে থাকে ।
গৃহ-কর্তা ও গৃহ-কর্ত্তীর মনের মিল ছিল
জমাট মিষ্টি দইয়ের মত ।
সে সময়ে গৃহ-কর্তার মনেও ছিল
নানান সপ্ন শত শত ।
সেই প্রাণের মানুষটি যখন চলে যাবার পর
গৃহ-কর্তার জীবনের বাঁচার ইচ্ছাই চলে যায় ।
সেই থেকে মানুষটির মুখের হাসিটাও
কোথায় যেন মিলিয়ে যায় ।
সেই থেকে বাবা মনমরা
কাগজ পড়া, গান শোনা আর টিভিতে খেলা দেখেন ।
সাংসারিক কাজও করতে হয় না
তাই মাঝে মাঝে ছাতে গাছের সেবা করেন ।
সেদিন ছিল পয়লা এপ্রিল
ঝগড়ার আওয়াজ শোনা য়ায় ।
কোনও এক বিষয়ে
ছেলে ও বৌয়ের মধ্যে কথা কাটাকাটি হয় ।
বাবার কানে এলেও
তাঁর মন কাগজ পড়ার দিকে ।
একটু পরে ছেলে আসে
বাবার সঙ্গে কথা বলতে ।
ʼবাবা তোমার তো বাড়ীতেʼ
ʼকথা বলার কেউ নেই ʼ।
ʼতাই তোমার মনও ভাল থাকে নাʼ
ʼকারও সঙ্গে কথা বলতে না পেরেইʼ ।
ʼহ্যাঁ, সেটা খানিকটা ঠিকʼ,
ʼতবে এ ব্যাপারে আমার তেমন কষ্ট নেইʼ ।
ʼকাগজ পড়ে, টিভিতে গান আর খেলা দেখে
দিন যাচ্ছে ভালই ʼ।