• || আমাজন মিরাকেল ||
    Poetry,  Stories

    || আমাজন মিরাকেল ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Amazon Miracle

    এটি একটি সত্যি ঘটনা

    আমাজনের গভীর জঙ্গলে প্লেন এক্সিডেন্টে

                     প্লেনটা ভেঙ্গে পরে।

    বেঁচে যায় চারটি শিশু

                আর সবাই প্রায় মারা যায়।

    সেনাদল পৌঁছায় সেখানে

              খুঁজতে জীবিত মানুষদের সন্ধান।

    কুকুর ছোটে এদিক ওদিক

              খুঁজতে কোথায় আছে প্রাণ।

    একটি কুকুর এসে পরে

                  ওই শিশুজের কাছে।

    কিন্‌তু সে ফেরার রাস্তা ভুলে গিয়ে

                  থাকে ওদেরই পাশে।

    শিশুদের মাঝে একজন নʼবছুরে কিশোর

                       আর একজন তের বছুরে কিশোরী।

    অন্য দুজন ছোটো হলেও

                      খেলাতে বেশ সমজদারী।

    ঘন আমাজনের জঙ্গলে দিনের বেলাতেও

                       অনেক জায়গায় আলো পৌঁছায় না সেখানে।

    চারিদিকে হিংস্র জন্তু-জানোয়ার

                                আর কীট-পতঙ্গের বাস যেখানে।

    শিশুরা যেটুকু খাবার আশপাশ থেকে যোগার করেছিল

                         তা তাদের কয়েকদিনেই শেষ হয়ে গেল।

    তারপর ওদের গাছের ফল, পাতা আর শিকরই

                                      একমাত্র খাবারের সংস্থান হʼল।

    শিশুরা জঙ্গলের আশেপাশেই বড় হয়েছে, তাই ওরা গাছের

                                  ফুল, ফল, পাতা, শিকরের সঙ্গে পরিচিত।

    ওরা মায়ের কাছে গল্প শুনেছে যে জঙ্গলে একা ঘুরতে নেই,

         আর বিপদে পরলে ভগবানকে ডাকতে, ভগবানই বাঁচাবেন।

    ওরা যা পেত তাই খেত আর

                                       ভগবানকে সবসময় ডাকতো।

    এই ভাবে চল্লিশ দিন কাটানোর পরে

                      সেনাদলের রেসকিউ টিম ওদের উদ্ধার করে।

    শিশুদের বাঁচানোর পরে

             ওদের বাবার কাছে টিম পৌঁছে দেয়,

    বাবার সঙ্গে দেখা হওয়ার পরে

              ছেলেটি  ছলছল চোখে বাবাকে বলে,               

      ʼবাবা মা আর নেই, মা মারা গেছে ʼ।