• || বাবাকে জানলো পনেরো বছর পর ||
    Poetry

    || বাবাকে জানলো পনেরো বছর পর ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Babake Janlo Panero bachar por পনেরো বছর আগে, সপ্না জন্ম দিল              এক টূইন ডটারের। অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক সেন্টারে               জন্ম হʼল তাদের। সেন্টার স্বামীর শুক্রানুর বদলে       অন্য লোকের শুক্রানু প্রতিস্থাপিত করে। সেই গন্ডগোল জানা গেল          প্রায় পনেরো বছর পরে। সরকার ফাইন করেছে           এক লক্ষ টাকা ডিরেক্টরকে। আর তিরিশ হাজার টাকা          অপরাধী ডাক্তারকে। পনেরো বছর পর, মেয়ে দুটি জানলো খবর                তাদের নতুন বাবার। কিন্‌তু কি অপরাধ ছিল মেয়ে দুটির আর               তাদের পুরোনো বাবার?