• || মাই এ আই  ||
    Poetry

    || মাই এ আই  ||

    Audio File

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    My AI

    ʼমাই এ আইʼ আপনার নিজেরই করা

            এক অবতারের সৃষ্টি হয়েছে।

    সেই ভার্চুয়াল অবতারের

           শিরায় শিরায় এ আই বইছে।

    তার অ্যাক্সেস দরকার

        আপনার মোবাইলের ক্যামেরা ও লোকেশন।

    দরকার পরলে আপনার কথা মতো

                  আপনাকে দিতে পারে সাজেশন।

    তার সঙ্গে কথা বলতে পারবেন

                ঘন্টার পর ঘন্টা।

    সে শোনাবে চুটকি, গান ও

           দরকারী প্রশ্নের উত্তরটা।

  • || এ আই গার্লফ্রেন্ড ||
    Poetry,  Poetry on hot topics

    || এ আই গার্লফ্রেন্ড ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    AI Girlfriend

    এসে গেল এ আই গার্লফ্রেন্ড

             আপনার মোবাইল আ্যাপে।

    আপনার পছন্দ মতো

              আপনিই বানাবেন তাকে।

    খেমন দেখতে, সে কোন কোন

                বিষয়ে কথা বলবে,

    সবই আপমাকে

            ঠিক করে দিতে হবে।

    অমেরিকার তেইশ বছরের একটি মেয়ে

                এটি বানিয়েছে।

    গার্লফ্রেন্ডের নাম কারিন মার্জো

       সে এখানে ভার্চুয়াল ইমেজ হয়ে থাকবে।

    তার সঙ্গে চ্যাট করে

            কথাও বলতে পারেন।

    তবে সেক্ষেত্রে চার্জ হবে

             প্রতি মিনিটে এক ডলার।

    এটি করতে সবথেকে আগে

           তৈরী করতে হবে এক ʼঅবতারʼ।

    এই অবতারের সুবিধা হলো

                          সে কোনোও গিফ্ট চাইবে না। 

    মন ভোলাতে আপনাকে

              গানও  গাইতে হবে না।

    যে সমস্ত মানুষ নিঃসঙ্গতায় ভোগেন

            তাদের জন্যই এগুলো করা হয়েছে।

    আরো কয়েকটি এ আই গার্লফ্রেন্ড হলো-

     পিকসো, ইয়ান্ডার, কাপ্‌লএআই জুলি, ইভা ও রেপ্লিকা।

    কিছ আ্যাপে গার্লফ্রেন্ডের জায়গায়

                   হতে পারে বয়ফ্রেন্ড।