• || ছোট্ট কবিতা ||
    Poetry

    || ছোট্ট কবিতা ||

    Audio File

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Chotto Kabita

    কবিরা সব মনটি খুলে

            একশো লাইন কবিতা লেখে।

    রসকষহীন কবিতা হʼলে

                      তেঁতো খেতে কার ভালো লাগে।

    কবির ছবি দেথতে তোমায়

                   একশো লাইন পড়তে হবে।

    এ আই-এর যুগে সময় কোথায়

                   অফিসে আবার যুদ্ধ করতে হবে।

    ছোট্ট করে আঁকা ছবি

                       দেখতে সবার ভালো লাগে।

    কবির মনের আঁকা ছবি

                       চট করে বোঝা যায় যে।

    তাই ছোটুর ছবি হারিয়ে দেবে

                   বড়ুকে করবে এলেবেলে।

    বড় কবিতা পড়বে সবাই

                    উইক-এন্ডে সময় পেলে।