• দামাল হাতীর রসগোল্লা সাবাড় করা
    Poetry

    দামাল হাতীর রসগোল্লা সাবাড় করা

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    এটি একটি

                       সত্যি খবর ।

    হ্যাঁ, খবরটিও

                    দারুন জবর ।

    এক দামাল হাতী

             এক দোকান ভেঙ্গে ঢুকে পরে ।

    তার আগে সে দোকান ঘরটি

                  রাত দুটোয়  ভেঙ্গে চুরমার করে ।

    এটি মাদারিহাটের অশ্বিনীনগরে

                একটি বিখ্যাত মিষ্টির দোকানে হলো ।

    এক বিয়ে বাড়ীর বরাত পেয়ে

                  সেখানে নানান মিষ্টান্ন আইটেম তৈরী ছিল ।

    মিষ্টির দোকানে ঢুকে হাতী দেখতে পায়

                   রসগোল্লা, চমচম, সন্দেশ ও কমলাভোগ ।

    চেটেপুটে সে সাবাড় করে এক একটি পাত্র

                            শুরু করে তার রাত্রের ভোগ ।

    পরদিন সকালে এ সব দেখে

                           মিষ্টি ব্যাবসায়ী তো কেঁদে আকুল ।

    পঞ্চাশ হাজার টাকা চলে গেল

                                 মনটা তার টাকার জন্য হলো ব্যাকুল ।

    ব্যাকুলতা আরও বাড়িয়ে দিল

                         বিয়েবাড়ীর ডেলিভারির চিন্তা ঘিরে ।

    কয়েক ঘন্টায় সব আইটেম

                       নতুন করে হবে কেমন করে ।

    পরে ঐ চোর হাতীর খবর

                             ব্যাবসায়ী জানতে পারে।

    সে ঐ  দিনে ছটি বাড়ী ও তিনটে দোকান ভেঙ্গে

                               তার ডিনারে সে উদরগূর্তি করে।

    ক্ষতিটা তো সত্যিই অনেক বড়

                                 ব্যাবসায়ী পরে বলে ।

    কিন্তু সেই ডেলিভারী দিতে তার হয়েছে

                    নাকের জলে আর চোখের জলে ।

    অসমাপ্ত ক্ষুদা নিবৃত্তিতে

                                   হাতীর ক্ষুদার তাড়ণায় ।

    যাবার আগে সে ভেঙ্গে ফেলে

         সামনের লোহার সার্টারটা রাগের জ্বালায় ।