• ||ইনটার-ন্যাশানাল স্পেস স্টেশন(আই এস এস)||
    Poetry,  Poetry on hot topics

    ||ইনটার-ন্যাশানাল স্পেস স্টেশন(আই এস এস)||

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    International Space Station

    আই এস এস একটি কৃত্রিম উপগ্রহ

                  যেটা পৃথিবীর চারদিকে ঘুরছে।

    এতে ছʼজন মানুষের ছʼটি আ্যপার্টমেন্ট,দুটি বাথরুম

          একটি জিম ও কয়েকটি 360 ডিগ্রী জানালা আছে।

    পাঁচটি দেশ এর তৈরী এই উপগ্রহ।

                              জন্ম কুড়ি নভেম্বর, উনিশশো আটানব্বইতে।

    তারপর থেকে ঘুরছে এটা

                                অবিরাম দেড় ঘন্টায় এক পাক পৃথিবীকে।

    ঐ পাঁচটি দেশ হলো রাশিয়া, আমেরিকা, জাপান,

                         কানাডা ও ইউরোপিয় ইউনিয়নের কয়েকটি দেশ।

    ইউরোপিয় ইউনিয়নের দেশ গুলি হলো

                         ফ্রান্স, ডেনমার্ক, স্পেন, ইটালি,নেদারল্যান্ড।

    এছাড়াও আছে সুইডেন, জার্মানি

                         বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ড।

    পৃথিবী থেকে চারশো কিলোমিটার দূরে এই স্টেশন

                                   এখানে স্পাইস চলবে না খাবারে ।

    পাউরুটি, আ্যলকোহল, নুন, মরিচ

                                     সোডা আর আইসক্রিম চলতে পারে।

    সব খাবারই ফ্রোজেন করে রাখা

                                        আর পানীয় পাউডারে।

    ফল, বাদাম, পি-নাট বাটার

                                  বিফ, সী-ফুড খাওয়া যেতে পারে।

    বিভিন্ন খাবার নʼমাস থেকে পাঁচ বছর

                                              চলতে পারে খাবার অনুযায়ী।

    একুশে মে, দু হাজার তেইশে স্পেস-এক্স

                                    বাণিজ্যিক ভাবে মানুষ পাঠাচ্ছে।

    এদিন সৌদি আরবের মহিলা নভোস্চর ও

                                 আরও তিনজন আই এস এসে গেছে।

    তারা সাতদিন মহাকাশে থেকে

                                       পৃথিবীতে ফেরৎ আসবে।

    এবারে এই জার্নি একটা নতুন খেলা

                                       হিসেবে শুরু হবে।

    এছাড়া চীন তাদের একটি উপগ্রহ পাঠিয়েছে

                              তা নাম টায়াগোঙ্গ স্পেস স্টেশন।

    ভারত দু হাজার ত্রিশে

                             পাঠাতে পারে তাদের স্পেস স্টেশন।

  • || নায়েগ্রা ফলস ||
    Poetry

    || নায়েগ্রা ফলস ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Niagara Falls

    প্রকৃতির এক অসাধারণ সৌন্দর্য্য

                    এই নায়েগ্রা ফলস।

    এটি একটি বিশাল মনোমুগ্ধকর

                    সুন্দর স্থান।

    দুটি দেশ – আমেরিকা ও কানাডার

                    বাড়িয়েছে মান।

    জলপ্রপাতের যে প্রাকৃতিক শব্দ

         তা বাইরের সব আওয়াজকে ঢেকে দেয়।

    রাত্রে যখন এর ওপর লাল, নীল এবং গোল্ডেন কালারের

         আলো পড়ে তখন দৃষ্টি অপলক হয়ে যায়।

    এটি গঠিত তিনটি ফলসের সমাহারে।
    আমেরিকার আমেরিক্যান ফলস ও

                                      ব্রাাইডাল ভেল ফলস একধারে।

    কানাডার হর্স সু ফলস,

                                সবচেয়ে উঁচ, অন্যধারে।

    বিশাল এই ফলসে প্রতি সেকেন্ডে পঁচাশি হাজার কিউবিক ফুট

                                     জল আছরে পরে।

    পাহাড়ের গ্লেসিয়াররের জল গলে

                                     এর প্রবাহ সৃষ্টি করে।

    বিখ্যাত এই ফলসের সৌন্দর্য্য ছাড়াও

              এটি  বিপুল পরিমানে হাইড্রো-ইলেকট্রিসিটিও  উৎপন্ন করে।

    ক্ষমতা অনুযায়ী, এটি চার মিলিয়ন কিলো ওয়াট

                               জল বিদ্যুত তৈরী করতে পারে।

    মানুষের ঢল নেমে যায়

                               নায়েগ্রা ফলস দেখতে।

    আামেরিকার নিউইয়র্ক বা কানাডার অন্টারিও থেকে

                            যেতে হবে এর দেখা পেতে।