-
জন্ম মৃত্যু
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
একটি বছর, একটি দিন
একটি সময় ।
কেউ শুরু করে তার জীবন
কারো বা শেষ হয় ।
আজ যেমন মহানায়ক
উত্তমকুমারের মৃত্যুদিন ।
তেমনি এই দিনটি হলো
গায়ক সুবীর সেনের জন্মদিন ।
জন্মে শুরু আর মৃত্যুতে শেষ
এটাই জীবন মানুষের ।
শেষের মানুষ শুরু করে
উৎপত্তি হয় এক নতুন প্রাণের ।
চলছে এই পরিক্রমণ
পৃথিবীর পরিক্রমণের সাথে ।
মৃত্যুতে শোক প্রকাশ
আর জন্মতে আনন্দে মাতে ।
-
ইন্ডিয়া আজ এশিয়া কাপ জিতলো
Audio File Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
দু হাজার তেইশের এশিয়া কাপ
ইন্ডিয়া জিতে গেল।
শ্রীলঙ্কা রানার্স আপ
ট্রফি পেল।
শুভমান গিল তিনশো দুই রান করে
সিরিজে সবচেয়ে বেশী রান করলো।
রবীন্দ্র জাদেজা ফাইনাল ম্যাচে
বেষ্ট ক্যাচ অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পেল।
প্লেয়ার অফ দ্য ম্যাচ হোলো
মহম্মদ সিরাজ ম্যাচে সাত জনকে ফিরিয়ে দিয়ে।
প্লেয়ার অফ দ্য সিরিজ হোলো
কুলদীপ যাদব নয় উইকেট নিয়ে।
এই নিয়ে ইন্ডিয়া এশিয়া কাপ
অষ্টমবার জিতলো।
এর পরেই শ্রীলঙ্কার
ছʼবার এশিয়া কাপ হোলো।
ইন্ডিয়া আজকে ফাইনালে টসে হেরে গিয়ে
বোলিং করতে গেল।
এই টসটা হারাটা
টিম ইন্ডিয়ার সাপে বর হোলো।
কুশল মেন্ডিস সতেরো, আর ধুশন হেমন্থা
আউট হোলো তেরো রানে।
বাকী সবাই আউট হোলো
সিঙ্গেল ডিজিট স্কোরের রানে।
মাত্র পঞ্চাশ রানে সবাই আউট
হয়ে গেল শ্রীলঙ্কার।
এটাই শ্রীলঙ্কার সেকেন্ড ওয়ান ডে
লোয়েস্ট টোটাল স্কোর।
মহম্মদ সিরাজ একুশ রান দিয়ে
পেলো ছʼটা উইকেট।
হার্দিক পান্ডিয়া পেল তিনটে
আর বুমরা পেল একটা উইকেট।
ইন্ডিয়ার জেতার জন্য
দরকার ছিল মাত্র একান্ন রান।
সিক্স পয়েন্ট ওয়ান ওভারে কেউ আউট না হয়ে
হয়ে গেল সেই রান।
থ্রী চিয়ার্স ফর টিম ইন্ডিয়া
হিপ হিপ হুররে বলি আজকে।
সব ভারতবাসীর শুভেচ্ছাতে
আগামী ওয়ার্ল্ড কাপও আসবে ভারতের হাতে।