• || সবুজ লেখা ||
    Poetry

    || সবুজ লেখা ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Sabuj Lekha

    সবুজ লেখা, সবুজ লেখা,

                  সবুজ লেখা কার?

    সবুজ গাতার হাসির ফলে

                  কান্না ঝরে যার।

    লাল, নীল আর সবুজ রঙে

                 পৃথিবী মাতোয়ারা।

    কাকে ধরি আর কাকে ছাড়ি

                 এ যে রঙের ফোয়ারা।

    খুশির সময় খলখলিয়ে

                  হাসির ফুল ফোটে।

    সবাই জোটে একই খুশির

                  একই আনন্দেতে।

    হাসির তোড়ে সবাই দেখে

                  আলোর বন্যা বয়।

    লাল, গোলাপি, সাদা ফুলের

                  সুঘ্রাণও যে রয়।

    মনখারাপির দিনে আবার

                 কান্নাকাটির শুরু।

    একের দেখে অন্যদেরও

                 মেঘের গুরুগুরু।

    মেঘ জমে যে শুরু হয়

                 অঝোরধারে বৃষ্টি।

    চোখের জলে থমতমে হয়

                 এ কি অনাসৃষ্টি।

    ছুটোছুটি মাতামাতি

               শুরু যখন খেলা।

    এক্কা-দোক্কা, পুতুল আর

               হাজার খেলার মেলা।

    ফুটবল চাই, ক্রিকেট ব্যাট চাই আর চাই

                   কতশত পুতুল।

    ব্যাডমিন্টন খেলবে নাকি

               নয় কোনোও কোঁদোল।

    পড়াশুনা করতে হবে

                বাবা-মায়ের কথা।

    খেলা ছেড়ে পড়া কেন

                 মনে লাগে ব্যথা?

    নিচের ক্লাস থেকে ওপরের ক্লাসে

                পৌঁছুতেই যে হবে।

    সবুজ ছেড়ে কিশোর মনের

                 বড় হওয়ার পথে।

    গতকালের কিশোর মন য়ে

               আজ বড় হতেই ছোটে।

    তোমার দাদা-দিদির চলার রাস্তায়

              নিজেকেই হাঁটতে হবে।

    এমনি করে যাত্রা চলে

               তোমার স্বপ্নের রাস্তা ধরে।

    তুমি একদিন পৌঁছুবেই

               তোমার সার্থকতার ভোরে।