-
|| শ্যামল, রাধিকা ও স্বপ্নার গল্প – তিন ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita A story of Shyamal, Radhika & Swapna -3 পঞ্চভূত – স্বপ্নার কথা স্বপ্নার বাড়ীর খবর বলি এবার। পাঁচজন মানুষের পঞ্চভূজের এতই সমন্বয় যে এটা সবার শেখার। পঞ্চভূজের মধ্যমণি বড় মেয়ে স্বপ্না। বাবা-মায়ের সঙ্গে থাকে ছোট ছেলে দীপক আর ছোট মেয়ে রত্না। পাঁচ জনের এই সংসার এ কথা সবাই জানে। য়ে যার কাজ করে যায় এখানে ঝগড়ার প্রবেশ নিষেধ এখানে। বাবার আছে মুদির দোকান ভায়ের চাকরী কারখানায়। হসপিটালের নার্স রত্না মায়ের পছন্দ ঘরকন্যায়। স্বপ্না করে শাড়ীর ব্যাবসা। শাড়ী আসে নানান জায়গা থেকে স্বপ্নার কাজ সেগুলো বিক্রি করা। শ্যামল একদিন বাড়ী থেকে বেরিয়ে…