• আই পি এলে নাইটের ভরাডুবি
    Poetry

    আই পি এলে নাইটের ভরাডুবি

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita (to view the Video)

    Audio File:

    কোলকাতা নাইট রাইডার্সের

            পাজ্ঞাবের কাছে ভরাডুবি হলো।

    ওভার কনফিডেন্সের জেরেই

            একশো এগারো রান আটকে গেল।

    দলটা এমনিতে ব্যালানস্ড, ও তারা

                  পারস্পরিক বোঝাপড়ায় জিততে পারে।

    যদিও খুব কম সাংবাদিকই বলছে

                  এই দলটি কিছু করতে পারে।

    ক্যাপ্টেন আউট হলো

              রিভিউ না দেখার বোকামিতে।

    বাকি প্লেয়াররা আউট হলো

              ক্যাপ্টেনের রিপ্লে দেখার পর থেকে।

    আঠারো বছর পরে

              নাইট ইতিহাস করলো।

    একশো এগারো রান

             না করতে পারা তারা দেখালো।

    তার আগে ভাল বল করে নাইট

            পাজ্ঞাবকে পনেরো ওভারে আউট করলো।

    পাজ্ঞাবের হয়ে ভারতের বাতিল স্পিনার

             আঠাশ রানে চার উইকেট নিলো।

    হায়দ্রাবাদ ও পাজ্ঞাব খেলার শিক্ষা নিয়ে

              নাইটরা চাঙ্গা হোক আবার।

    কোচ ও ক্যাপ্টেন স্কিলটি শেখাক

              সোজা ব্যাটে সিঙ্গেল নেওয়ার।

    পেস বোলিং একটু ভালো করে

              সোজা ব্যাটে খেলা প্র্যাকটিস করো।

    সেদিন অপ্রতিরোধ্য নাইট

              যে কোনও ম্যাচ জেতায় ঝাপিয়ে পরো।

    ইডেন উইকেট সম্ভবতঃ

             এক নম্বর ভিলেন আছে।

    আরও অনেক ভিলেনরা

             আসবে অন্যান্য সব ম্যাচে।

    এগিয়ে যাও পরপর ম্যাচ জিতে

                হারিয়ে সব ভিলেনদের।

    দেখবে আই পি এল কাপও

           এসে পড়বে  ফাইনালে তোমাদের।

  • স্বপ্নের রূপকথা
    Poetry

    স্বপ্নের রূপকথা

    Audio File:

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    রূপকথা হয় রাজা, রানি

           আর দৈত্যের গল্প দিয়ে।

    এটি যে এক সত্যি কাহিনি

          এক বাঙ্গালীর জীবন নিয়ে।

    একটি শিশু বড় হয়

             তার মধ্যবিত্ত জীবনে।

    স্বপ্নে দেখে নানান ছবি

             সে তার ছোট্ট ভুবনে।

    সবাই বলে, পড়াশুনা করে বড় হয়ে

              ভাল চাকরি পেতে হবে।

    তবেই হবে সার্থক জীবন

              ভাল রোজগার করতে হবে।

    ছোট্ট শিশু বড় হয়

             পৌঁছোয় সে কৈশোরে।

    পড়াশুনা, থেলাধুলা আর

           তার স্বপ্ন লালান করে।

    বড়রা বলে- পড়াশুনা করো, বড় হও

          অন্য সবকিছু তোমার অবসরে।

    নইলে যে ভবিষ্যত গন্ডগোল

          ভাল চাকরি আর রোজগার অন্ধকারে।

    ব্রাহ্মণ পরিবারে জন্ম তার

            দেখতে সুন্দর, সুঠাম তার সাস্হ্য।

    বাবার চাকরি বি এস এন এল-এ

            মা সংসার সামলাতেই ব্যস্ত।

    ছোটবেলায় দিন কেটেছে

              পশ্চিম বাংলার বাইরে।

    ইডলি-দোসা-উপমা খেয়ে

              সূদুর চেন্নাই শহরে।

    আর সকলের মতোই সে

         খেলতে বেশী ভালবাসে।

    ক্রিকেট খেলতে ব্যাটিং আর

         উইকেট কিপিং করে সে।

    স্বপ্ন দেখে ক্রিকেটে তার

             মহেন্দ্র সিং ধনি হওয়ার।

    সে স্বপ্ন সত্যি হবে কি

             এ চিন্তা সদাই যে তার।

    কʼজনই বা হয় বিরাট কোহলি,

            তেন্ডুলকার বা এডাম গিলখ্রীষ্ট।

    সবাই বলে পড়াশুনা ভাল করে

            হতে হবে তোমায় বেষ্ট।

    মনোযোগী ছাত্রের মতো

            তারও হলো সে রকমই।

    খেলাধূলা ছেড়ে দিয়ে

          মন দিল সে গ্রাজুয়েসনে পড়াতেই।

    ভর্তি হলো সে আর্কিটেকচার নিয়ে

          চেন্নাইয়ের এ আর এম কলেজে।

    দূরে মাঠে খেলা দেখে

         মনটা মাঝে মাঝে ব্যাকুল হয় যে।

    নিয়ম মতো ফিফ্ত ইয়ারে

             থিসিস জমা দিতে হয়।

    তার বিষয়বস্তু দেখে সবাই

              তাজ্জব হয়ে যায়।

    সেটি ছিল একটি ক্রিকেট স্টেডিয়ামের

             সব কিছু সুবিধা নিয়ে যত।

    তার মনে যে ক্রিকেট বাসা বেঁধেছে

            বাবুই পাথীর বাসার মতো।

    ছেলে আর্কিটেকচার পাশ করে

            ছোটে না চাকরির খোঁজে।

    বাড়ীতে বসে চিন্তা করে

           কোন কাজে রোজকার করবে সে।

    রোজগারের মাধ্যম হিসেবে

           সে ক্রিকেটকেই পছন্দ করে।

    কিন্তু ক্রিকেট খেলবে কেমন করে

           তার এই বিনা রোজগারে।  

    চেন্নাইয়ের ডি প্লাস ওয়াই আর্কিটেক্টস ইন্টিরিয়রে

         চাকরি নিল সে আর্কিটেক্টেরের।

    মাইনের পয়সা দিয়ে      

            খরচ জুটবে ক্রিকেটের।

    দুʼবছরের চাকরি ছেড়ে যোগ দিল

         সে পুরোপুরি খেলার মাঠে।

    কোচের কথামতো সে তখন

          ব্যাস্ত ফার্স্ট বোলিং করতে।

    একদিন এক ম্যাচে তার

         সাংঘাতিক চোট লাগে হাঁটুতে।

    ফার্স্ট বোলিং-এ আত্মপ্রকাশ

        শেষ হয়ে যায় তার এই চোটেতে।

    তবে কি শেষ হয়ে গেল

           তার ক্রিকেট কেরিয়ার?

    মাথা খুঁরে চিন্তা করে সে উপায়

            ক্রিকেট মাঠে ফেরার।

    শেষে স্পিন বোলিংই হয় উপায়

            ক্রিকেট স্বপ্ন সফল করার।

    ইউটিউবে অনিল কুম্বলের বোলিং দেথে

         চেষ্টা করে সে পারফেক্ট হওয়ার।

    আর্কিটেক্টের সহজ বিদ্যে দিয়ে হাতের কোন,  

          বলের যাওয়ার পথ বুঝতে থাকে।

    এ সব বুঝে আয়ত্ব করে

            প্র্যাকটিস করে কঠোর ভাবে।

    স্পিনের জাদু দেখিয়ে, সিয়াকেম মাদুরাই

               প্যানথার্স তাকে দলে নেয়।

    তার মারাত্বক বোলিংয়ে মাদুরাই দল

               চ্যাম্পিয়ন হয়ে যায়।

    ছেলেটির বোলিংয়ে মুগ্ধ হয়ে

         আই পি এল-এ পান্জাব তাকে নেয়।

    পরের বছর নাইট রাইডার্স

         বরুণ চক্রবর্তীকে নিয়ে সাকসেস পায়।

    মিস্ট্রি স্পিনার বরুণ এরমধ্যে

       ভারতের টি টোয়ন্টি খেলে ফেলেছে।

    আগামী দিনে ওয়ান ডে ও টেস্টেও

       ভারতের প্রতিনিধিত্ব করতে চলেছে।

  • Triumph of Three P’s: India’s Unbeaten T20 World Cup Victory
    Poetry

    Triumph of Three P’s: India’s Unbeaten T20 World Cup Victory

    Audio File:

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    In the realm of cricket’s grand delight,

    India stood tall, a champion’s sight.

    With bat and ball, in fields so green,

    A flawless journey, a victory seen.

    No match was lost, no spirit bent,

    In every game, their message sent.

    The T20 crown, for the second time,

    They claimed with skill, in rhythm and rhyme.

    Three P’s they hailed, their secret key,

    Past Failures Purify, as history’s plea.

    Perseverance Pays, in effort’s glow,

    And Pressure Proof Self, in the face of woe.

    The past’s tough lessons, like tempered steel,

    Forged a team with strength so real.

    With every fall, they rose anew,

    Past Failures Purify, their mantra true.

    Through grit and grind, their efforts shone,

    Perseverance Pays, their victory tone.

    In every match, with focus clear,

    They pushed ahead, with heart sincere.

    When pressure mounted, nerves held tight,

    Pressure Proof Self, in every fight.

    Calm and composed, with eyes on the prize,

    They soared to glory, to fans’ joyful cries.

    In every heart, this triumph lives,

    A testament to what perseverance gives.

    India’s champions, a story grand,

    Of cricket’s magic, across the land.

    With heads held high, the trophy raised,

    Their journey etched in golden praise.

    For in their spirit, we find our cheer,

    Three P’s of Success, forever dear.

    With unity and passion, they played their part,

    A team of heroes, with every beating heart.

    In every stroke and every ball,

    They answered the nation’s call.

    Their journey was more than just a game,

    It was pride, it was glory, it was a name.

    India’s warriors, in blue they stand,

    Champions of the cricket land.

    From the first match to the final clash,

    They shone brightly, a brilliant flash.

    With every win, the hopes did soar,

    In every victory, the spirit roared.

    The world watched in awe, as legends were made,

    On the pitch where dreams are played.

    A story of resilience, courage, and might,

    India’s T20 triumph, in the limelight.

    For now, and for always, their legacy stays,

    A beacon of excellence, in countless ways.

    The nation celebrates, with joy and pride,

    For the champions who never stepped aside.

  • ভারত বনাম সাউথ আফ্রিকা
    Poetry

    ভারত বনাম সাউথ আফ্রিকা

    Audio File:

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    প্রোটিয়াদের তো খেলার আগেই

                               আদ্দেক মানুষ শুয়ে পড়লো।

    ছেলেদের খেলার আগেই

                   ভারতের মেয়েদের কৃতিত্ব বাড়লো।

    স্মৃতি মান্ধানা আর শেফালি ভার্মা

                   ছেলেখেলা করলো প্রোটিয়াদের বোলিং নিয়ে।

    মেয়েদের টেস্ট ক্রিকেটে প্রথম দিন খেলা শেষ হলো

                          সর্বোচ্চ রানের রেকর্ড দিয়ে।

    মেয়েদের টেস্ট ক্রিকেটে কোনও এক দিনে

                    এ দিনের পাঁচশো পঁচিশ রানই সর্বোচ্চ।

    শেফালির দুশো পাঁচ রান

                              তারও টেস্ট ক্রিকেট কেরিযারে সর্বোচ্চ।

    তবে এই ইনিংসে শেফালিদের

                        দৌড়নোতে অনিহা ছিল।

    তাই দিনের শেষে কমপক্ষে

                              ভারতের পঞ্চাশ রান কম হোলো।

    আজকের দিনে টেস্টেও জেতার তাগিদে

                                  সবাই সর্ট রান বেশী নেয়।

    যে কোনও খেলাতে তাই

                                 প্লেয়াররা দৌড় প্রাক্টিসে যায়।

    পরদিন সকালে ইন্ডিয়ান মেযেরা

                 ছʼশো তিন রান করে ডিক্লেয়ার করলো।

    তার মধ্যে আরও তিনজন পঞ্চাশের বেশী আর

                 স্মৃতি মান্ধানা সেঞ্চুরি করে ফেললো।

    মেযেরা বোলিং ভাল করবে

                             এটাই সকলের আশা।

    তাই এই ম্যাচ জেতাটাও

                   শুধু সময়ের অপেক্ষা।

    এতো হলো মেয়েদের

                              টেস্ট ম্যাচের হাল হকিকত।

    সন্ধ্যেবেলায় ছেলেদের

                             ফাইনালের কি হবে ভবিষৎ?

    রোহিত শর্মা মারকাটারি মেজাজে

                              সবকটা ম্যাচ খেলেছে।

    পার্টনার কিং কোহলীও এই মেজাজে

                                তাড়াতাড়ি আউট হচ্ছে।

    ইন্ডিয়া কোনও ম্যাচ না হেরে

                     ফাইনালে উঠে এসেছে।

    সাউথ আফ্রিকাও না হেরে

                     আফগানদের গুঁড়িয়ে ফাইনালে পৌঁছেছে।

    যদিও ভারত ফাইনালের রাস্তায়

           পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে হারিয়েছে।

    ভারতের বোলিং ব্রিগেডও

           সমান তালে বিজয় রথ চালাচ্ছে।

    অর্শদীপ ও বুমরার বলে

                         ব্যাটসম্যানরা ভূপাতিত হচ্ছে।

    বিষাক্ত স্পিন বোলিংয়েও

                           উইকেট ছিটকে যাচ্ছে।

    তাই ক্রিকেট প্রেমিক সব ভারতীয়ের আশা

             সতেরো বছর পরে ওয়ার্ল্ড কাপ  ট্রফির খরা কাটবে।

    ধোনির পরে রোহিত শর্মার হাতে

                                টি টোযে়নটিওয়ার্ল্ড কাপ  ট্রফি উঠবে।

    গত ওয়ার্ল্ড কাপে ফাইনালে

                 অস্ট্রেলিয়া ছিনিয়ে নিয়েছে এই কাপ।

    জয় হোক ইন্ডিয়া

               দুহাজার চব্বিশে তোমরা করো বাজিমাত।

  • Strong belief can win the race in life
    Poetry

    Strong belief can win the race in life

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    In the cricketing realm, a name does shine,

    K L Rahul, with skills divine.

    Batsman supreme, a wicket-keeper fine,

    His mental strength, a tale in every line.

    In World Cups’ fray, his bat did sing,

    386 runs, his accolades ring.

    At number 5, he held the fort,

    Guiding India, a vital support.

    But fate’s twist, a challenge found,

    His tendon snapped, a jolting sound.

    Injury struck, a painful blow,

    Yet Rahul’s spirit continued to glow.

    Through surgery’s path, with crutches in sight,

    He walked on, with determined might.

    “I’ll focus, I’ll heal,” his resolve so strong,

    His courage, a testament all along.

    “The race I’ll win, with belief in me,

    No setback shall dim my cricketing spree.”

    His words echo, his grit so pure,

    K L Rahul, a spirit secure.

    Decision Rahul System, they acclaim,

    Not just a player, but a revered name.

    Belief that soars above pain’s strife,

    For in his faith, he found life’s true drive.

    Recovery beckons, a chapter anew,

    In K L Rahul’s journey so true.

    A saga of strength, against the odds,

    In cricket’s tale, a champion louds.

    Through trials endured, a story unfurled,

    In every challenge, he faced the world.

    His success not just in runs amassed,

    But in resilience, unsurpassed.

    With bat in hand and gloves held tight,

    He carved his path, in day or night.

    Each innings etched, a masterclass shown,

    In triumphs scripted and battles known.

    A beacon of hope, a lesson taught,

    In the game of cricket, his battles fought.

    For K L Rahul, not just a name,

    But a symbol of courage in the hall of fame.

    In victories celebrated, his mark imprints,

    In setbacks faced, his spirit glints.

    A saga of triumphs, through the strife,

    K L Rahul, the epitome of life.

  • Indias Quest for Cricket Glory in 2023 in World Cup
    Poetry

    Indias Quest for Cricket Glory in 2023 in World Cup

    Audio File

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    In cricket’s grand arena, the World Cup arrives,

    With nations competing, each team strives,

    Let’s analyze the strengths and the weak links,

    To understand why India’s the favorite, let’s think.

    Australia, the reigning champs of the past,

    With firepower and grit, they’re also competitor,

    But India counters with a balanced array,

    Of bat and ball, they’re ready to play.

    England, with their explosive might,

    Top-order batters who can take flight,

    But India’s bowlers, they must beware,

    With spin and speed, they’ll face a fierce affair.

    New Zealand’s calm and composed brigade,

    In pressure situations, they never fade,

    But India’s batsmen, a relentless force,

    Can set a target, they’ll have to endorse.

    Pakistan is unpredictable, they can surprise,

    With skillful bowlers and determined eyes,

    Yet India’s experience and depth in the game,

    Can withstand their challenge, and their fame.

    South Africa, with talents a plenty,

    A team that’s always a tough entry,

    But India’s strategy and team unity,

    Could overcome this formidable community.

    Sri Lanka and Bangladesh, eager to fight,

    With passion and talent, they shine so bright,

    But India’s consistency and proven might,

    Can outclass them both, day and night.

    As we analyze the teams from a far,

    It’s clear why India stands where they are,

    With strengths a plenty and weaknesses addressed,

    They’re the favorites in this cricketing fest.

    So watch them play with pride and grace,

    In this cricketing spectacle, they set the pace,

    India’s quest for glory, a nation’s dream,

    In this World Cup, they can visualise and gleam.