• || শ্রীকৃষ্ণের বাল্যলীলা ও কংস বধ||
    Poetry

    || শ্রীকৃষ্ণের বাল্যলীলা ও কংস বধ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Shree Krishner balya leela o kansho bodh শ্রীকৃষ্ণের বাল্যলীলা             সবার মুখে মুখে। আমারও তো বলার ইচ্ছা             বলি মনের সুখে। পুতনা বধ কংস রাজা কৃষ্ণ বধিতে               গোকুলে পাঠায় পুতনাকে। পুতনা বিষ মাখানো স্তন্যপান করাতে                সে ধরে আনে কৃষ্ণকে । পুতনার মৃত্যু হয়               কৃষ্ণের প্রবল স্তন্যপানে। তৃণাবর্ত বধ কংস এবার গোকুলে পাঠায়                তৃণাবর্ত অসুরকে। তৃণাবর্ত ঘূর্ণি ঝড় সৃস্টি করে,        সেই ঝড়ে সে তুলে নেয় কৃষ্ণকে। কিছু পরে দেখা যায়            তৃণাবর্তের মৃতদেহ পড়ে আছে। তার পাশে কৃষ্ণ মনের খূশিতে             বসে খেলা করে যাচ্ছে। বিশ্বরূপ দর্শন খেলার ছলে কৃষ্ণ একদিন                মাটি মুখে দিচ্ছিল। যশোদা মা কৃষ্ণকে…