• || জল-শূন্য শহর ||
    Poetry

    || জল-শূন্য শহর ||

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Jal Shunno Shahar

    একি একটি সত্যি ঘটনা

    দক্ষিণ আফরিকার

             এক বিখ্যাত শহরের কথা।

    এক বিখ্যাত ক্রিকেটারের

                নিজের শহর সেটা।

    ওই শহর একবার

              জলশূন্য হয়ে পড়ে।

    শহরের সব মানুষ

             জলের জন্য হাহাকার করে।

    পরিবেশ গবেষকরা

             অনেক আগে এই সমস্যার কথা বলেন।

    সেই সময়ে এই ব্যাপারটি

             সবাই তাচ্ছিল্য করে উড়িয়ে দেন।

    চল্লিশ লক্ষ মানুষ

              হঠাৎ নির্জলা হয়ে যায়।

    অন্য জায়গা থেকে আনা জলের ওপর

         তাদের নির্ভর করতে হয়।

    মানুষ যেভাবে পেট্রোল নেয়

         সেভাবে জল বিতরন হয়।

    সামরিক বাহিনী লাগিয়ে

          জলের রেশনিং করতে হয়।

    মানুষের প্রাণ যে জল

       সেই জল মেপে ব্যবহার করতে হয়।