• মানুষকে মনে রাখা
    Poetry

    মানুষকে মনে রাখা

    Audio file

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Remembering a human being

    মানুষ যখন চলে যায়

                  থাকে দুটি দিন।

    স্মরণ করে, মালা পরায়

            ঐ জন্মদিন আর মৃত্যুদিন।

    তার কাজের হিসেব থাকে তখন

                   সবার অবচেতনে।

    কাজটি যেদিন ঠিক হয়না

                   মনে পরে সেই দিনে।

    ছবির দিকে তাকিয়ে কেউ

                  যখন এক মিনিটও ভাবে।

    মনের ভেতর উথাল পাথাল

                   মনটা কেন কাঁদে?

    কাজটুকুই যে সম্বল তার

                  সেটাই থাকে সবার মনে।

    প্রিয়জনের স্মৃতি হয়ে

                  থাকে সে মনের কোনে।