• ।। মিষ্টি নিয়ে বিব্রত  ।।
    Poetry

    ।। মিষ্টি নিয়ে বিব্রত  ।।

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Misti Niye Bibrata

    সেদিন ছিল গুরুপুর্ণিমা, আমি যাচ্ছি

      অঙ্কের এক মাস্টারমশায়ের বাড়ীতে।

    আমার সঙ্গে আমার সতীর্থ গৌতমও

               যাচ্ছে আমার সাথে।

    স্যারের বাড়ীতে যাবার আগে

        আমরা কিনি ফুল আর মিষ্টি।

    জানিনা তখন, সেটাই বোধহয়,

                 বেদম অনাসৃষ্টি।

    যেখান থেকে যাচ্ছি,

                          সেটা খুব কাছেই।

    তাই আমরাও ওখানে

                          যাচ্ছি হেঁটেই।

    একটু পরেই পৌঁছে যাই

                 স্যারের বাড়ী।

    বাড়ীতে ঢুকে স্যারকে

                              ডাকাডাকি করি।

    খানিক পরেই স্যারের বৌ বেরিয়ে এসে বলে,

                       স্যার মারা গেছেন কয়েকদিন আগে।

    গুরুপুর্ণিমার দিনে হঠাৎ  গুরুর মৃত্যু সংবাদ শুনে

                     হতচকিত হয়ে যাই।  

    তখন মিষ্টি আর ফুল নিয়ে

                        কি করব বুঝতে পারি না।

    সামনে একটা টেবিলে ওগুলো রেখে

             স্যারের খবর নিয়ে বেরিয়ে যাই।