• রবীন্দ্রনাথের অঙ্ক শেখা
    Poetry

    রবীন্দ্রনাথের অঙ্ক শেখা

    Audio File:

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের

                       বয়েস তখন ষাট পেরিয়েছে ।

    অঙ্ক শেখার আগ্রহ তাঁর

                      আদ্দেক বয়েসের এক যুবকের কাছে ।

    চুপিচুপি কবি অঙ্ক শিখছেন

                           শেখাচ্ছেন ছাপোষা এক অঙ্ক শিক্ষক মন দিয়ে ।

    গণিতশাস্ত্র গুলে খাওয়া মানুষটি

                            কবির আগ্রহ দেখে, শেখাতে ব্যস্ত তাঁকে নিয়ে ।

    কবির ইচ্ছা ছিল

                   ডুব দিতে অঙ্কের মহাসাগরে ।

    পরে তিনি বোঝেন, জটিল এই অন্তর্জাল

                            তার পছন্দের বাইরে ।

    কবির কথায়, সায়েন্স না পড়ার জন্য

                                   তাঁর গভীর দুঃখ ছিল ।

    বিশেষতঃ অঙ্কের ওপর

                               কবির প্রবল অনুরাগ ছিল।

    পড়াশুনা শেষ করতে

                        সেই যুবক পরে যান বিলেতে ।

    তারপরে আসেন শান্তিনিকেতনে

                        ম্যাথ টিচারের চাকরিতে।

    এ জন্য যুবকের মামা বিখ্যাত চিকিৎসক

                      ডঃ নীলরতন সরকার সুপারিশ করেন কবিকে ।

    ডক্টর সরকারের ইচ্ছামতো

                      যুবক শান্তিনিকেতনে আসেন অঙ্ক শেখাতে ।

    সেই সময়ে জালিয়ানওয়ালাবাগের গনহত্যা

                       কবির মনে সৃস্টি হয় গভীর ক্ষত ।

    তাই কবি তাঁর লেখা ছেড়ে

                         হয়ে পরেন এক পাগলের মতো ।

    প্রতিবাদী কবি ইংরেজের নাইট উপাধি

                              পরিত্যাগ করেন ইংরেজদের ওই কাজে ।

    তখন তিনি পাঁচ মিনিটও বসে

                        মনোসংযোগ করতে পারেন না তাঁর লেখনিতে ।

    অঙ্ক স্যার এগিয়ে এসে কবিকে বলেন

                        আপনি বলুন, আমি সব লিখব ।

    এভাবে কাজ করে

                লিপিকা কাব্যগ্রন্হটি হয় প্রকাশিত ।

    মুদ্রিত লিপিকা দেখে কবি বলেন

                অঙ্ক স্যার যতটা বিজ্ঞান সাধক, ততটাই উনি সাহিত্যিক ।

    সেই অঙ্ক স্যারটি আর কেউ নন, শ্রী প্রশান্তচন্দ্র মহলনাবিশ

               ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও বৈজ্ঞানিক ।

  • || রাম ডাক্তার ||
    Poetry

    || রাম ডাক্তার ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Ram Dakter

    রামবাবু একটি প্রত্যন্ত গ্রামে

                    করেন ডাক্তারী।

    ছʼফুট দু ইন্চি লম্বা মানুষটি

                                   দেখতে খুবই রাশভারী।

    তার গলার আওয়াজটিও

                                   বেশ গমগমে।

    এম.বি.বি.এস পাশ করে

                                 ফেরেন নিজের গ্রামে,

    ছেড়ে দিয়ে শহরের

                                লোভনিয় চাকরী।

    তাঁর মতে, নিজের চিকিৎসা দিয়ে

                    গ্রামের মানুষদের সেবা করা বেশী দরকারী।

    গ্রামে যে মানুষগুলো থাকে

                                তারা বিনা চিকিৎসায় মারা যায়।

    সত্যিই অসুখ করলে

                           এখানে সবাই খুব অসহায়।

    আবার শহরে চিকিৎনা করতে গেলে

                               লাগে অনেক সময়।

    এছাড়া টাকা পয়সাও

                                অনেক বেশী খরচ হয়।

    এখানে আশেপাশের গ্রামেও

                                    ভাল ডাক্তার নেই।

    তাই সবাই ছুটে আসে

                              এই রাম ডাক্তারের কাছেই।

    ধন্বত্বরি ডাক্তার উনি

                            সব রোগেরই চিকিৎসা করেন।

    কম খরচে, কম ওষুধে

                              পেসেন্টকে সুস্হ্য করেন।

    দূরের গ্রাম থেকে কল এলে

                    ওনার ঘোড়া দিগ্বিজয় ছাড়া তিনি যান না।

    আবার কাদা মাটির রাস্তায়

                     চট করে অন্য কিছু মেলেও না।

    এছাড়া রাত বারটা, ভোর চারটে,

               কোনোও সময়ই উনি কাউকে ফেরান না।

    পেসেন্টের আর্থিক অবস্থা বুঝে

                               তিনি তাঁর ফিস ছেড়ে দেন।

    এমন কি তারা বাড়ীতে দিয়ে

                                  কি খাবে তারও খোঁজ নেন।

    তার প্রেস্ক্রাইভ করা ফল, দুধ কেনার অক্ষমতা বুঝলে

                                 তিনি টাকাও দিয়ে দেন।

    তাই এই জেলায় গরীব মানুষের কাছে

                                রাম ডাক্তার ভগবান।