• || রাম ডাক্তার ||
    Poetry

    || রাম ডাক্তার ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Ram Dakter

    রামবাবু একটি প্রত্যন্ত গ্রামে

                    করেন ডাক্তারী।

    ছʼফুট দু ইন্চি লম্বা মানুষটি

                                   দেখতে খুবই রাশভারী।

    তার গলার আওয়াজটিও

                                   বেশ গমগমে।

    এম.বি.বি.এস পাশ করে

                                 ফেরেন নিজের গ্রামে,

    ছেড়ে দিয়ে শহরের

                                লোভনিয় চাকরী।

    তাঁর মতে, নিজের চিকিৎসা দিয়ে

                    গ্রামের মানুষদের সেবা করা বেশী দরকারী।

    গ্রামে যে মানুষগুলো থাকে

                                তারা বিনা চিকিৎসায় মারা যায়।

    সত্যিই অসুখ করলে

                           এখানে সবাই খুব অসহায়।

    আবার শহরে চিকিৎনা করতে গেলে

                               লাগে অনেক সময়।

    এছাড়া টাকা পয়সাও

                                অনেক বেশী খরচ হয়।

    এখানে আশেপাশের গ্রামেও

                                    ভাল ডাক্তার নেই।

    তাই সবাই ছুটে আসে

                              এই রাম ডাক্তারের কাছেই।

    ধন্বত্বরি ডাক্তার উনি

                            সব রোগেরই চিকিৎসা করেন।

    কম খরচে, কম ওষুধে

                              পেসেন্টকে সুস্হ্য করেন।

    দূরের গ্রাম থেকে কল এলে

                    ওনার ঘোড়া দিগ্বিজয় ছাড়া তিনি যান না।

    আবার কাদা মাটির রাস্তায়

                     চট করে অন্য কিছু মেলেও না।

    এছাড়া রাত বারটা, ভোর চারটে,

               কোনোও সময়ই উনি কাউকে ফেরান না।

    পেসেন্টের আর্থিক অবস্থা বুঝে

                               তিনি তাঁর ফিস ছেড়ে দেন।

    এমন কি তারা বাড়ীতে দিয়ে

                                  কি খাবে তারও খোঁজ নেন।

    তার প্রেস্ক্রাইভ করা ফল, দুধ কেনার অক্ষমতা বুঝলে

                                 তিনি টাকাও দিয়ে দেন।

    তাই এই জেলায় গরীব মানুষের কাছে

                                রাম ডাক্তার ভগবান।