• || একটি সৎ মানুষ ||
    Poetry

    || একটি সৎ মানুষ ||

    Audio File

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Ekti Sat Manush

    ʼরতনকে আমার হʼয়েʼ,

                ʼএকশো সতের টাকা দিয়ে দিসʼ।

    এ কথা বলতে বলতে রামকিঙ্কর বাবু

                            অ্যামবুলেন্সে উঠলেন।

    ভাইপোর সঙ্গে তিনি এখন

                           হসপিটালে যাচ্ছেন।

    পাড়ার ডাক্তার ওনার বুকের ব্যথা পরীক্ষা করে

           ইমিডিয়েটলি হসপিটালে যাবার পরামর্শ দিয়েছেন।

    অ্যামবুলেন্সে বুকের যন্ত্রণা নিয়ে

                             ক্ষীণ গলায় বললেন ভাইপোকে,

    ʼআমি ফিরবো কি ফিরবো না ঠিক নেইʼ,

                    ʼমাছওলার বাকী টাকাটা দিতে হবেʼ।