• নোবেল জয়ী ডঃ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথা – খাদ্য প্রেম
    Poetry

    নোবেল জয়ী ডঃ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথা – খাদ্য প্রেম

          দ্বিতীয় পর্ব — খাদ্য প্রেম

    Audio File:

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    বিজ্ঞানী ডক্টর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়

                                  নানা পরীক্ষা নিরিক্ষা করেন খাবার নিয়ে ।

    নিজে রান্না করতেও ভালবাসেন

                                  তাঁর উদ্ভাবনি মনের চিন্তা দিয়ে ।

    তিনি কয়েকটি গ্রীষ্মকালীণ খাবারের

                                  রেসিপি বানিয়েছেন ।

    মেক্সিকান-ইশ-অরচাতা

                   প্রথম খাবারটির নাম দিয়েছেন ।

    করতে হবে এক কাপ সুগন্ধি চাল,

                 আর আধ কাপ আমন্ডের টুকরো দিয়ে ।

    ব্লেন্ড করতে হবে এক ইন্চি দারচিনি ও

                       তিন কাপ ঠান্ডা জল মিশিয়ে ।

    পরে সেই ব্লেন্ডারটি সারা রাত

                                    ঠান্ডা করতে হবে ।

    সকালে সেই মিশ্রনটি দেড় কাপ দুধের সঙ্গে

              খানিকটা চিনি বা মিষ্টি মেশাতে হবে ।

    সঙ্গে গোলাপ জল ও

                             ভ্যানিলা এসেন্স মেশাতে হবে ।

    সেটি ছেঁকে নিয়ে মেক্সিকান-ইশ-অরচাতা

                                এভাবেই তৈরী হয়ে যাবে ।

    পরের পদটি বানানো যায়

                    পিচ ফল বা নেক্সটারিন ব্যবহার করে ।

    পিচ ফল না পেলে

                        পাকা মিষ্টি আমও চলতে পারে।

    এ পদটির নাম

                   ভিয়েতনামিজ-ইন্সপায়ার্ড ম্যাঙ্গো টি।

    গ্রীষ্মের দাবদাহের মধ্যে

                   চায়ের জায়গায় ব্যবহার করা যায় এটি।

    খোসা ছাড়িয়ে ছোট ছোট করে

                                        আম কেটে নিতে হবে ।

    পরে সেটি নরম করতে অল্প আঁচে

                               সাত আট মিনিট গরম করতে হবে ।

    একটি আলাদা পাত্রে ফোটাতে হবে

                                       দুটি টি ব্যাগ জল দিয়ে ।

    পরে আগে করা আমের শাঁশ

                           মেশাতে হবে ওই চায়ে ।

    তারপর দু চিমটে গোলমরিচের গুঁড়ো

                                      দিলেই তৈরী হবে পদটি ।

    ঠান্ডা করে পরিবেশন করতে পারেন

                 ভিয়েতনামিজ-ইন্সপায়ার্ড ম্যাঙ্গো টি ।

    আরেকটি টেস্টি রেসিপির নাম

              কিউকামবার ওয়াটার মরোক্কান-স্টাইল ।

    এ পদটির উদ্ভাবন যে মরোক্কো কিনা

                                     সেটি বলা মুশ্কিল ।

    সুখাদ্যটি করতে  ঠান্ডা জল

                                   সাত-আট কাপ নিতে হবে ।

    একটি শশা সরু সরু করে কেটে

                                   তার মধ্যে মিশিয়ে দিতে হবে ।

    মিশ্রনটি তারপর রেফ্রিজেটরে

                              দু তিন ঘন্টা রাখতে হবে ।

    বার করে মরোক্কান-স্টাইল কিউকামবার ওয়াটার

                                      পরিবেশন করা যাবে ।

    বি: দ্র:  – এটি ডঃ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের খাদ্যপীঠ রচনা থেকে অনুসৃত