-
|| চাঁদে মানুষ থাকবে? ||
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Chande Manush Thakbe?
মানুষ কল্পনা করে
কি না করতে পারে?
চাঁদের বুড়িকে দেখে একদিন কল্পনা করেছে
তার পাশে সে গিয়ে বসতে পারে।
সে কল্পনা আজ বাস্তবে
রূপায়িত হয়েছে।
মানুষ চাঁদে পারি দিচ্ছে
বারবার বিভিন্ন কাজে।
লিওনার্দো দা ভিঞ্চির কল্পনায়
মোনালিসা ছবি সৃষ্ট হয়।
শিল্পির কল্পনার ক্যানভাস
বাস্তবে হয়ে ওঠে মনোমুগ্ধময়।
বৈজ্ঞানিকরা কিছু দেখে
লজিক্যালি কল্পনার ছবি দেখান।
পরে সেটি বিভিন্ন পরীক্ষায়
হয় তার সত্যতা প্রমাণ।
আমবা স্বপ্ন দেখে কোনও
ভবিষৎ কল্পনা করি।
যা পরে প্ল্যানমত কাজ করে
বাস্তবায়িত হয়েছে দেখতে পারি।
কিন্তু সেই কল্পনা শক্তিকে
ভ্রান্ত পথে ব্যবহার ঠিক নয়।
তাতে কল্পনার সোনার হরিণ ধরার নেশা
হতাসায় পরিবর্তিত হয়।
তাই কল্পনা শক্তিকে
ভালো কাজে লাগাতে হবে।
নিউটনের গাছের আপেল পড়া দেথে
পৃথিবীর মার্ধাকর্ষন শক্তি আবিস্কৃত হবে।
-
|| স্বপ্নকে সত্যি করা ||
Audio File Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Swapno ke Satyi Kora
মানুষ স্বপ্ন দেথে
সেই স্বপ্নকে পেতে পরে কাজও করে।
সেই কাজ প্যাশনেটলি করলে
স্বপ্ন সত্যি হয় সার্থকতার হাত ধরে।
স্বপ্নকে সত্যি করতে
আগে প্ল্যান করতে হবে।
পরে সেই প্ল্যান মাফিক কাজ করে
নিজের গন্ত্যবে পৌঁছানো যাবে।
শুধু ভাবনা নয়
মন দিয়ে করতে হবে সমস্ত কাজ।
সেই কাজেই সার্থক হবে স্বপ্ন
এটাই বলি আজ।
-
।। স্বপ্ন ।।
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Swapno
স্বপ্ন দেখলে
কেমন স্বপ্ন?
সুখ স্বপ্ন,
না দুঃস্বপ্ন?
ঘুমের মধ্যে স্বপ্ন দেখি
কখনও জেগে জেগে।
ডাক্তারবাবু বলে খাবার হজম না হʼলে
পেটে বায়ু জমবে বেগে।
কালকে দেখি, মামার, পিসির, মাসির বাড়ী
সব বাড়ীই আমার বাড়ীতে।
রান্না করছে মা আমার
ইয়া বড় হাঁড়িতে।
স্বপ্নের গতি অনেক বেশী
আলোর বেগের থেকে।
এক মিনিটে ভারত থেকে আমেরিকা
পৌঁছাই মেয়েকে দেখতে।
ভোম্বলদার সেই থাপ্পর
ঘনার এখনও মনে আছে।
স্বপ্নে দেখে ঘনা
সবাই মিলে ভোম্বলদাকে পেটাচ্ছে।
অনেকে বলেন, সকালবেলায় স্বপ্নটা
সত্যি হয় সব সময়েই।
শূন্য পাওয়া হাবলু দেখে
অঙ্কে একশো পেয়ছে সহজেই।
যাই বল ভাই, সকালবেলায়
ঘুম ভেঙ্গেওঠার আগে,
সুখ স্বপ্ন দেখতে আমার
দারুন ভাল লাগে।