• Shailputri
    Poetry

    Shailputri

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita In the tapestry of divinity, Shailaputri weaves, A goddess whose presence eternally perceives, From Himalayan heights to the depths of the earth, Her spirit guides us with unending worth. She is the dawn, the genesis of divine grace, In her Muladhara abode, we find our place, Crimson like the Earth, her essence so profound, Within her, the universe’s secrets are found. As Yogis seek the awakening of the core, On Shailaputri’s day, they meditate and explore, Initiating into Shakti Mantras, they aspire, To walk the path of wisdom and higher desire. She symbolizes Earth’s strength and foundation, The hills, rivers,…

  • The earth is swallowed by the sun
    Poetry

    The earth is swallowed by the sun

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita Why is the heart troubled so? Will the world meet its final blow? With these thoughts, no gain is found, Humanity ponders, can it be bound? The answer echoes a resounding “no,” So what’s the use of dwelling, to and fro? In the year two thousand, EM I, California’s dread, An astrophysicist has said: A star devours a neighboring sphere, In a cosmic feast, its presence clear. Not stolen, but gently taken away, The astrophysicist witnessed this astral play. A planet amidst the starry sea, Gone from its host, yet shining free. Time will pass, stars will wane, One day,…

  • || এত অন্ধকার কেন? ||
    Poetry

    || এত অন্ধকার কেন? ||

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita Eto Andhakar Keno মানুষের এত হিংসা কেন?              এত লোভ কেন? দিশেহারা হয়ে মানুষ ছুটে বেরাচ্ছে           নিজের স্বার্থসিদ্ধির জন্য। একটি মানুষ নিজের সুবিধার জন্য                আরেক জনকে মারছে। মানুষ বিদ্রুপ করছে সেইসব যুগাবতারকে     যাঁদের মানুষই ভগবানের মতো পুজো করছে। এ কোন পৃথিবীতে আমরা বাস করছি        যেখানে চারিদিকে এত অনাচার। এ কোন সকালবেলায় আমরা আছি      যা দেখে মনে হয় রাত্রের ঘুটঘুটে অন্ধকার। কালো কলুষতা আর বিষে সূর্যের           শুভ্র আলো ঢাকা পরে যায়। সেই কালো কলুষতার মেঘ কাটবে             মনুষ্যত্বের উত্তরণের আলোয়। নতুন পৃথিবীতে থাকবে না অন্ধকার      মানুষের মনে সেই আলো দেখা দেবে। নতুন প্রজন্মের হাত…

  • || পৃথিবী – দুই ||
    Poetry,  Poetry on hot topics

    || পৃথিবী – দুই ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Earth – Two point Zero পৃথিবীর মতো আরেকটি গ্রহ               আবিস্কার হয়েছে। দু হাজার পʼনের সালে জ্যোতির্বিজ্ঞানীরা               এটির খোঁজ পেয়েছে। এটির বৈজ্ঞানিক নাম             কেপলার-চারশো বাহান্ন-বি। আরেকটি নাম পৃথিবী-দুই বা                 আর্থ-টু পয়েন্ট জিরো। এর পরিবেশ অনেকটাই               পৃথিবীর মতো। তাই একে বলে           পৃথিবীর বোন-খুড়তুতো। পৃথিবীর মতোই পৃথিবী -দুই-এর                  সমুদ্র আছে। তাই গাছপালা থাকার সম্ভাবনা                  তার কাছে। পৃথিবী-দুই পৃথিবীর থেকে               প্রায় পাঁচগুণ বড়। এর ব্যাসার্ধ সে কারণে              প্রায় দ্বিগুণ বড়। পৃথিবী-দুই গ্রহটি পৃথিবী থেকে প্রায়       আঠারোশো লাইট ইয়ার দূরে। এটি যে তারার গ্রহ, তার চারিদিকে      সে তিনশো পঁচাশি দিনে একপাক ঘোরে। ঐ তারাটির বৈজ্ঞানিক…

  • ।। সূর্য্য পৃথিবীকে গিলে খাচ্ছে ।।
    Poetry,  Poetry on hot topics

    ।। সূর্য্য পৃথিবীকে গিলে খাচ্ছে ।।

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Sun is swallowing earth মন খারাপ কেন? পৃথিবী ধ্বংস হবে তাই? এসব ভেবে কোনও লাভ নাই। প্রশ্ন হচ্চ্ছে মানুষ কি এটা আটকাতে পারবে? উত্তরটা তো ʼনাʼ, তাই ভেবে কি হবে? দু হাজার কুড়ি সালে ক্যালিফোরনিয়ার এম আই টির এক এস্ট্রোফিজিসিস্ট দেখেছেন – একটা তারা সামনের গ্রহকে গিলে খাচ্ছে। ভেঙ্গে চুরে নয়,আস্ত গ্রহটাকে গিলে ফেললো। হঠাৎ  তারার মধ্যে গ্রহটা চলে গেল । তারার নিজস্ব আলো আছে, গ্রহের নেই। বয়েস হʼলে তারারা, একদিন মরবেই। সেই সময়ে কাছের গ্রহদের খেয়ে সে আরও বড় হবে। আর সেই সব বেচারা গ্রহের প্রাাণ যাবে। এস্ট্রোনমিস্টদের গবেষণায় জানা যাচ্ছে – এখন থেকে পাঁচ বিলিয়ন বছর পরে পৃথিবীকে পেটে পুরে…