• || ভোটে প্রচার  ||
    Poetry

    || ভোটে প্রচার  ||

    Audio File

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Vote e Prachar

    লাঙল, বালতি আছে,

             সঙ্গে ল্যান্ড ফোন আর চেয়ার।

    প্রতীক চিহ্ন সঙ্গে নিয়ে

             চলছে ভোটের প্রচার।

    গরমকালে ঘেমে নেয়ে

              ঘুরছে তারা সবাই।

    মনে তাদের একই প্রতিজ্ঞা

              ভোটে জেতা চাই।

    এক মহিলা প্রার্থীর

              ভোটের চিহ্ন বটগাছ।

    বটপাতা নিয়ে ঘুরছেন তিনি

              আজকে এটাই তো বড়কাজ।