• ইচ্ছাপূর্তি – চতুর্থ পর্ব
    Poetry

    ইচ্ছাপূর্তি – চতুর্থ পর্ব

    ( এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ইচ্ছাপূরণ অবলম্বনে রচিত )

    Audio File:

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    এদিকে সুশীল আগে যাত্রাগানের পালায়

               বাড়ী থেকে পালিয়ে পৌঁছে যেত ।

    সে বৃষ্টি হোক, কিম্বা রাত্রে হিম পরুক

                সে যাত্রা দেখে বাড়ী ফিরে আসত ।

    কিন্তু আজকের বুড়ো সুশীল সেই কাজ করতে গিয়ে

             কখনও বা সর্দিকাশি নিয়ে বাড়ী ফিরছে ।

    আবার কখনও গায়ে মাথায় শরীর খারাপ নিয়ে

                তিন সপ্তাহ শয্যাশায়ী হয়ে পরছে ।

    সুশীলের পুরানো অভ্যাস মতো

             পুকুরে চান করতে গেল ।

    এতে পায়ের গাঁট ফুলে

            বিষম বাতের অসুখ ধরলো ।

    সুবলচন্দ্রও কখনও ভুলে গিয়ে

           বুড়োদের সঙ্গে তাস খেলতে চলে গেল ।

    বুড়োরা তাকে দেখে বিরক্ত হয়ে

                   বল খেলতে যেতে দিল ।

    তখন সুবলচন্দ্র একান্ত মনে প্রার্থনা করলো

              আমি যেন আগের মতো বুড়ো হয়ে পরি।

    আর নিজে স্বাধীন হয়ে

                         আগের মতো চলতে পারি ।

    সুশীলচন্দ্রও জোর হাত করে প্রার্থনা করলো

                    আমি আগের মতো ছোট হতে চাই ।

    তাহলে দিনরাত বাবাকে সামলাতে হবে না

                          আর আমি খেলা করে বেড়াই ।

    ইচ্ছাঠাকরুন তাদের কাতর মিনতি

                             শুনে দর্শন দিলেন তাদের ।

    বললেন, ʼছেলের বাবা হওয়ার আর বাবার ছেলে হবারʼ

                   ʼশখ মিটেছে তোমাদেরʼ ?

    দুজনেই সাষ্টাঙ্গে প্রণাম করে বললো, ʼদোহাই ঠাকরুনʼ

             ʼসাধ মিটেছে আমাদেরʼ ।

    ʼতথাস্তু, কাল সকালে পুরোনো রূপে ʼ

                  দেখতে পাবে তোমরা নিজেদেরʼ ।

    পরদিন সকালে সুবলচন্দ্রকে

                           বাবা রূপে দেখা গেল ।

    আর সুশীলচন্দ্র ছেলে হয়ে

                         এক লাফে বিছানা ছেড়ে পালেয়ে গেল ।

    ʼসুশীল ব্যাকরণ মুখস্হ করবে নাʼ?

            সুবলচন্দ্র  চেঁচিয়ে ডাকলো ।

     ʼবাবা আমার বই হারিয়ে গেছেʼ ।

             সুশীল মাথা চুলকিয়ে বললো ।

  • ইচ্ছাপূর্তি – প্রথম পর্ব
    Poetry

    ইচ্ছাপূর্তি – প্রথম পর্ব

    ( এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ইচ্ছাপূরণ অবলম্বনে রচিত )

    Audio File:

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    সুশীলচন্দ্র ছিল সুবলচন্দ্রবাবুর

                                   সন্তান একমাত্র ।

    নাম অনুযায়ী ছেলেটির

                                সুশীল স্বভাব ছিল না বিন্দুমাত্র ।

    আকছাড় নানান মানুষের

                       অভিযোগ আসত যখন তখন ।

    সামলাতে সুবল বাবুর

                         প্রাণান্তকর অবস্হা সর্বক্ষণ ।

    একদিন হঠাৎ সুশীলের

                               স্কুলে না যাবার ইচ্ছা ।

    স্কুলে আজ ভূগোল পরীক্ষা

                এ ছাড়া বোস বাড়ীতে বাজী পোরানোর মজা ।

    সবটা চিন্তা করে সে

                        বিছনায় পরলো শুয়ে ।

    তার নাকি দারুন পেট ব্যথা

                        কি করে বেরোবে এই কষ্ট নিয়ে ।

    বাবা সবটা বুঝতে পেরে

                       পাঁচন নিয়ে হাজির হলো ।

    পাঁচনের নাম শুনে

                 সুশীলের পেট ব্যথা উড়ে গেল ।

    বাবা বললো, তোমার পেটব্যথা

                       তুমি শুয়ে থাক চুপটি করে ।

    পাঁচন খাইয়ে বাবা চলে গেল

                        ঘরের দরজা বন্ধ করে ।

    সুশীল কাঁদতে কাঁদতে

                       একটি কথা মনে মনে ভাবে ।

    কাল যদি আমি বাবা হয়ে যাই

                      সে ইচ্ছামতো সব কাজ করতে পারবে ।

    এদিকে বাবা  সুবলবাবু ভাবতে থাকেন

                            তার ছেলেবেলার কথা ।

    বাবা- মাযের আদরে তার

                           পড়াশুনা না হবার ব্যথা ।

    তিনি ভাবেন যদি ছেলের মতো

                          আবার স্কুলে যেতে পারে।

    ভাল পড়াশুনা করে

                          মনের  ব্যথাটা সারাতে পারে ।

    ইচ্ছা পূরণের দেবী

                 ইচ্ছা ঠাকরুন সবটা শুনতে পেলেন ।    

    বাবা ও ছেলের মনস্কামনা শুনে

                        তা পূরণ করার কথা ভাবলেন ।

  • A Father’s Love
    Poetry

    A Father’s Love

    Audio File

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    In morning’s gentle, golden light,

    A father’s love shines ever bright.

    Through trials, triumphs, joy, and tears,

    His steadfast heart dispels all fears.

    With hands that guide and words so wise,

    He lifts our spirits to the skies.

    His laughter, warm like summer days,

    In childhood dreams forever stays.

    He walks beside us, step by step,

    Through life’s vast sea, with us he kept.

    A beacon strong when storms arise,

    He steers us clear with loving eyes.

    In quiet moments, soft and still,

    His presence wraps us, heart to fill.

    With every hug, with every kiss,

    A father’s love is boundless bliss.

    He teaches strength, he shows us grace,

    With patience worn upon his face.

    A hero in our eyes he’ll be,

    For all of time, eternally, it should be.

    Through years that pass, through seasons’ change,

    His love remains, it does not age.

    In every smile, in every tear,

    A father’s love is always near.

    So on this day, we celebrate,

    A love so pure, so strong, so great.

    For all the ways you’ve shown you care,

    Dear Dad, no love could be compare.

    With gratitude, our hearts are full,

    For you, dear Dad, our constant pull.

    Your love, our light, our guiding star,

    Forever cherished, near or far.

  • এপ্রিল ফুল – দ্বিতীয় পর্ব
    Poetry

    এপ্রিল ফুল – দ্বিতীয় পর্ব

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    দেখ, তোমাকে একটা জায়গায় নিয়ে যাব

                               সেখানে তোমার ভাল লাগবেই ।

    তোমার বৌমা তোমা সুটকেশ গোছাচ্ছে

                                আমরা বেরোব একটু পরেই।

    বাবা ভাবলো, ছেলে বোধহয়

                                আমাকে এপ্রিল ফুল করছে ।

    পয়লা এপ্রিলে আমাকে

                                  বোকা বানাবে ভেবেছে।

    বাবা মনে মনে ব্যাপারটা বুঝে

                ছেলের কথা মতো তৈরী হয়ে নিল ।

    একটু পরে ছেলের সঙ্গে

                               গাড়ীতেও গিয়ে বসলো ।

    ছেলে গাড়ী চালিয়ে

                        অনেক দূরে চলে এল ।

    জায়গাটা বারাসাতের কাছে

                     একটা গ্রামে গাড়ী এসে পৌঁছোল ।

    একটু পরে গাড়ী থামলো

                         আর ছেলে বাবাকে নামতে বললো ।

    এখানে আমার সব ঠিক করা আছে

                          ছেলে বাবার ব্যাগটা নামিয়ে দিল ।

    একটু দাঁড়াও, দারোয়ান এসে

                            তোমাক নিয়ে যাবে ।

    সময় নেই বাবা, আমাকে এখান থেকে

                              অফিস যেতে হবে ।

    আমি মাঝে মাঝে আসব

                              তোমার কাছে দেখা করতে।

    তুমি এখানেই থাকবে

                          অনেক বন্ধুদের সাথে ।

    বাবা তখনও ভাবছে

                        ছেলে বোধহয় এপ্রিল ফুল করছে।

    একটু পরে আমাকে নিয়ে

                         বাড়ীর পথে রওনা দেবে ।

    ছেলে গাড়ীতে উঠে গাড়ী স্টার্ট দিল

                  আর কয়েক সেকেন্ডে গাড়ীও চলে গেল ।

    রাস্তার ধুলো বাবাকে ভরিয়ে দিয়ে

                          ছেলে অফিস চলে গেল ।

    বাবা পিছন ফিরে দেখে

                     এক মাঝ বয়িসি লোক তার ব্যাগ তুলে দাঁড়িয়ে ।

    বাবার অজান্তে কখন যেন

                        চোখ থেকে এক ফোটা জল পরলো গড়িয়ে ।

  • ভাল ছেলে – ব্যাচিলর বাবা (প্রথম পর্ব)
    Poetry

    ভাল ছেলে – ব্যাচিলর বাবা (প্রথম পর্ব)

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    গ্রামের মানুষ হারান

              তার ছোট্ট একটি ঘর।

    বাবা-মা তার মারা যায মহামারীতে

           যখন তার বয়েস পনেরো বছর.

    এখন বয়েস তার তিরিশের কোটায়

             রাশি রাশি স্বপ্ন তার মনে।

    পাড়ার সকলে ভালবাসে তাকে

             ভাল ছেলে বলে জানে।

    সকাল থেকে ছুটে ছুটে করে সে

                তার নানান কাজ।

    ক্ষেতের সবজি, গোলার ধান

                মজুত আছে তার আজ।

    তার সঙ্গে থাকে দুটি প্রাণী

           নʼবছরের ষীশু আর পাঁচ বছরের বন্যা।

    ব্যচিলর বাবার দুই সন্তান

                      একটি পুত্র আর অন্যটি কন্যা।

    গ্রামের সাধুবাবার আশ্রমে

                               এই যীশু ও বন্যার ছিল আশ্রয়।

    অনাথ দুই  ছেলে মেয়ে

                                    ছিল সাধুবাবার খুব প্রিয়।

    সাধুবাবা মৃত্যুসজ্জায় এদের

                                তুলে দেন হারানের হাতে।

    সেই থেকে এরা দুজন

                                 হারানের বাড়ীতেই থাকে।

    নিজেই করে সে রান্না-বান্না

               তিন মানুষের সংসার।

    ষীশু আর বন্যা আনন্দেই থাকে

               নতুন ব্যাচিলর বাবাব়।

  • Around the world on a Bicycle in 19 years
    Poetry

    Around the world on a Bicycle in 19 years

    Audio File

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    In the heart of Basanti, where Sundarbans breathe,

    Somenath Devnath, his spirit boundless, believed.

    Pedaling the world on his trusty old cycle’s stride,

    A globetrotter’s tale, a relentless odyssey did reside.

    Through 191 cities, his wheels kissed the ground,

    Nourishing his wanderlust, a journey profound.

    Nineteen years, a tapestry of stories woven true,

    Each town, each encounter, a chapter to pursue.

    In Afghanistan’s embrace, fate’s hand took a twist,

    Caught amid the chaos, a cook’s role in the midst.

    Yet undeterred, his spirit forged from iron’s core,

    Somenath’s saga persisted, a traveler craving more.

    China’s land, where Corona’s touch did assail,

    A battle fought, a resilient spirit wouldn’t derail.

    Stuck at borders closed, New Zealand’s riverside tent,

    A temporary abode where his wanderings were lent.

    News of father’s and grandfather’s final goodbye,

    Yet Somenath, undeterred, gazed at the sky.

    A true globetrotter, his passion a guiding flame,

    Through sorrow’s tempest, his resolve remained the same.

    In verses whispered by winds in far-off lands,

    Echoes of his travels, where destiny’s strands.

    A cycle, a companion, through trials and delight,

    Witness to tales etched in the day and the night.

    His tireless spirit, an anthem to wanderlust’s creed,

    A true globetrotter, fueled by a fervent need.

    With a heart adorned by the world’s myriad hues,

    Somenath Devnath, a traveler, never to refuse.

    The elegant dance of his tire on foreign terrain,

    A testament to courage, amid loss and gain.

    Each city, a chapter, a story in his trail,

    A testament to resilience, a traveler’s tale.

    In the symphony of his journey, hardships blend,

    A tale of bravery, a saga without end.

    A poem, a homage to a wanderer’s grace,

    Somenath Devnath, a traveler of every place.