• ।। কন্যা সম্প্রদান  ।।
    Poetry

    ।। কন্যা সম্প্রদান  ।।

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Kanya Sampradan

    রীতা জাতীয়দলে

       একজন নামকরা ফুটবল প্লেয়ার।

    সে এক গ্রামের মেয়ে

            তার বাবা শহরে ঠিকাদার।

    বিকাশ বাবু তার কোচ

             ছোটবেলা থেকে।

    রীতার ফুটবলে আগ্রহ দেখে

             তাকে নিয়েছেন ডেকে।

    বিকাশবাবু ছেলেদেরও খেলা শেখান,

          তবে সেটা অন্য সময় থেকে।

    ছেলেদের দলে কমল

                খুব ভাল প্লেয়ার।

    রীতার আবার স্পেশাল বন্ধু সে

      দুজনে একসঙ্গে প্র্যাকটিস করে আবার।

    বিকাশবাবু সব শুনে

              দুই বাড়ীর সঙ্গে কথা বলেন।

    দুগক্ষই রাজী জেনে

             ওদের বিয়ের ঠিক করেন।

    সব স্টুডেন্টরা তার ছেলে মেয়ের মতো

        দেন কথোনো গাড়ীভাড়া, কখোনো খাবার।

    ইন-ডিসিপ্লিন কাজকর্ম দেথলে

           বকুনিটাও আছে তার আবার।

    বিয়ের দিনে সবাই আসে

             সবারই খুব আনন্দ।

    রীতার বাবা-মা বলে বিকাশ বাবুকে,

      রীতাকে আপনি সম্প্রদান করুন,

    সেটাই আমাদের পছন্দ।

    ছাত্রীকে সম্প্রদান করে

             কর্তব্য করেন বাবার।

    আশীর্বাদ করেন রীতাকে

              মেয়ের মতোই ওনার।