-
|| ভক্ত – প্রথম অংশ ||
Bhakta – Part One
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
গোপালজীকে নিয়ে যাচ্ছে ভক্ত
এক্কেবারে একা যাচ্ছে সে।
একটা মানুষই ভক্তের সঙ্গে ছিল এতদিন
একটু আগেই ইহলোক ছেড়েছে সে।
মানুষটি আর কেউ নয়
সে ভক্তের ঠাকুমা।
ছোটবেলা থেকে সেই
ভক্তের বাবা ও মা।
সেই ছোট্ট ছেলে ভক্তকে
ঠাকুমাই মানুষ করেছে।
তাই ঠাকুমা মারা যাবার পর
ভক্ত পৃথিবীতে এক্কেবারে একা হয়ে পরেছে।
ছোটোবেলা থেকেই সে হাত জোর করে
বসে থাকতো গোপালজীর কাছে।
তার ভক্তি দেখে ঠাকুমাই
ওর নাম ভক্ত রেখেছে।
বিকেলবেলা ভক্ত ঠাকুমাকে দাহ করে
চোখে জল আর গোপাজীকে নিয়ে চলেছে।
কোথায় যাবে তা সে জানে না
যেতে যেতে হঠাৎ তার বন্ধুর কথা মনে পরেছে।
গ্রাম ছাড়িযে একটা ছোটো রাস্তা
সেটা পেড়িয়েই পাশের গ্রামে বন্ধু থাকে।
সেখানেই যাবে ঠিক করলো সে
তাই জঙ্গলের রাস্তা দিয়ে যেতে থাকে।
পাশের গ্রামে পৌঁছে তার মনে পরলো
সকাল থেকে তার কিছু খাওয়া হয়নি।
গোপালজীরও পুজোও হয়নি,
ভোগ নিবেদনও করা হয়নি।
সামনে একটা মিষ্টির দোকান দেখে
সে সেখানে দাঁড়িয়ে পরলো।
তার কাছে যা পয়সা ছিল
তা দিয়ে দুটো জিলিপি কিনে ফেনলো।
ভালকরে হাত ধুয়ে সে বাইরে রাখা
একটা বেঞ্চির কোণায় গিয়ে বসলো।
ʼখাও বাবা, বেশী পয়সা তো নেই, এটাই খাওʼ
মনে মনে এই কথা গোপালজীকে প্রার্থণা করে বললো।
মিনিট খানেক বাদে ঠোঙা থেকে
বার করে সে জিলিপি দুটি খেলো।
তারপর দোকান থেকে
একটু জল খেয়ে নিলো।
দোকানদারকে জিজ্ঞেস করে, রাস্তাটা বুঝে
সে বন্ধুর বাড়ীর দিকে হাঁটতে শুরু করলো।
একটু পরেই সে তার বন্ধু কৃপার
বাড়ীতে পৌঁছে গেল।
কৃপা বন্ধু ভক্তকে দেখে
দারুন খুশি হলো।
অনেকদিন পরে বন্ধুকে পেয়ে
নানান গল্প শুরু হয়ে গেল।
কিছু পরে কৃপার মা রাত্রের খাবার খেতে ডাকলো.
খাবার শেষে আবার গল্প শুরু হলো।
অনেক রাত্রি পর্যন্ত চললো সেই গল্প
ভোররাত্রে দুজনেই অজান্তে ঘুমিয়ে পরলো।
সকালে উঠে কৃপা বললো
ʼচল যাই জমিদারবাবুর বাড়ীতেʼ।
ʼআমার ওখানে যেতে হবেʼ
ʼউনি একটা কাজ দিয়েছেন আমাকেʼ।
জমিদারবাবুর গল্প কাল রাত্রে হয়েছে,
উনি প্রজাদের ভগবান।
কেউ কোনও অসুবিধায় পরলে
সবাই তার সাহায্য পায় নানান।
দুই বন্ধু একটু পরেই
জমিদারবাবুর বাড়ীতে পৌঁছে গেল।
কৃপা ভক্তকে একটা বেঞ্চিতে বসিয়ে
নিজের কাজে চলে গেল।
একটু পরেই জমিদাররবাবু
সেখানে উপস্থিত হলেন।
বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে
ভক্তের সামনে এসে দাঁড়ালেন।
ʼতোমাকে তো আগে দেখিনিʼ
ʼতুমি কি নতুন এসেছো এখানেʼ?
ভক্ত তার পরিচয় দিল
তার সব ঘটনা জমিদারবাবুকে বললো।
ভক্তের কথা শুনে
জমিদারবাবু এতই দুঃখ পেলেন,
যে তাঁর দুচোখ ছলছলিয়ে উঠলো,
তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন।
চলবে……..
-
|| সাধুবাবা ||
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Sadhubaba
একটি লোকের সঙ্গে
এক সাধুর দেখা হʼল।
সাধু তাকে বললো, ʼভাল মানুষ হও বাবাʼ,
বলে চলে গেল।
অনেকদিন পরে কোনও এক ঘটনাচক্রে
লোকটি চুরি করলো ও জেলে গেল।
হাজতবাসের সময় কাটিয়ে
লোকটি জেল থেকে ছাড়া পেল।
আবার রাস্তায় সেই সাধুবাবার
সঙ্গে লোকটির দেখা হʼল।
সাধুবাবা আবার বললো, ʼভাল মানুষ হও বাবাʼ,
বলে আবার চলে গেল।
রাস্তায় হাঁটতে হাঁটতে
তার বেশ খিদে পাচ্ছিল।
তার পকেটে দশ টাকা ছিল
তাই দিয়ে সে একটা পাউরুটি কিনল।
হঠাৎ একটা ভিখিরি
তাকে পাউরুটিটা চাইল।
ভিখিরিটা বললো, ʼসে দুদিন কিছু খায়নিʼ।
শুনে সে পাউরুটিটা ভিখিরিকে দিয়ে দিল।
একটু পরে রাস্তায়
তার এক বন্ধুর সাথে দেখা হʼল।
বন্ধু তাকে সঙ্গে করে
তার কারখানায় নিয়ে গেল।
কারখানার মালিক তাকে
কারখানাতে একটা কাজ দিল।
পরে তাকে থাকার জন্য
এক যায়গায়ও ব্যবস্থা করে দিল।
নতুন ঘরে রাত্রে শুয়ে শুয়ে
সে সকালবেলার কথা ভাবছিল।
হঠাৎ সাধুবাবার কথা মনে পরতে
তার মনে হʼল, সে কি ভাল মানুষ হলো?