• || ভক্ত – প্রথম অংশ ||
    Poetry

    || ভক্ত – প্রথম অংশ ||

    Bhakta – Part One Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita গোপালজীকে নিয়ে যাচ্ছে ভক্ত            এক্কেবারে একা যাচ্ছে সে। একটা মানুষই ভক্তের সঙ্গে ছিল এতদিন            একটু আগেই ইহলোক ছেড়েছে সে। মানুষটি আর কেউ নয়            সে ভক্তের ঠাকুমা। ছোটবেলা থেকে সেই            ভক্তের বাবা ও মা। সেই ছোট্ট ছেলে ভক্তকে             ঠাকুমাই মানুষ করেছে। তাই ঠাকুমা মারা যাবার পর         ভক্ত পৃথিবীতে এক্কেবারে একা হয়ে পরেছে। ছোটোবেলা থেকেই সে হাত জোর করে        বসে থাকতো গোপালজীর কাছে। তার ভক্তি দেখে ঠাকুমাই             ওর নাম ভক্ত রেখেছে। বিকেলবেলা ভক্ত ঠাকুমাকে দাহ করে   চোখে জল আর গোপাজীকে নিয়ে চলেছে। কোথায় যাবে তা সে জানে না  …