• ইচ্ছাপূর্তি – দ্বিতীয় পর্ব
    Poetry

    ইচ্ছাপূর্তি – দ্বিতীয় পর্ব

    Audio File:

    ( এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ইচ্ছাপূরণ অবলম্বনে রচিত )

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    ইচ্ছা ঠাকরুন দেবী ছেলেকে বললেন

               তোমার ইচ্ছা পূর্ণ হবে।

    কাল থেকে তুমি বাবা হয়ে

                বাবার সব কাজ করবে ।

    একই রকম ভাবে বাবাকে বললেন

               তোমার ইচ্ছা পূর্ণ হবে।

    কালকে থেকে তুমি

             ছেলের স্কুলে পড়তে যাবে ।

    সুবল বাবুর রাত্রে ঘুম হয় না

                    ভোরের দিকে একটু ঘুমোতে পারেন ।

    সেদিন কেমন করে ঘুমিয়ে পরলেন

                   ভোরবেলা ঘুম ভেঙ্গে লাফ দিয়ে নামলেন।

    তার চেহাড়া ছোটো হয়ে গেছে

          ভাঙ্গা দাঁতগুলো সব আবার বেরিয়েছে ।

    পোষাক আশাক সব কেমন

          অনেক বড় বড় হয়ে গেছে ।

    সুশীলচন্দ্র অন্যদিন ভোরবেলা উঠে

            দৌড়াত্ব করে বেড়ায় চারিদিকে ।

    আজ ভোরবেলায় চোখটা কেমন লেগে গেছে

            সুবলের চেঁচামেচিতে ঘুম ভাঙ্গে তাতে ।

    জামা কাপড়গুলো যেন এক্ষুনি সব ছিঁড়ে ফেটে যাবে

                এমনই এঁটে গেছে।

    শরীর কেমন বেড়ে গেছে, মাথায় টাক,

           মুখে কাঁচাপাকা গোঁফ দাড়ি হয়েছে ।

    সুশীলের আজ গাছে চড়তে

                   কোনও ইচ্ছাই করছে না ।

    সামনের পুকুরে ঝাপ দিতে বা

                   কাঁচা আম খেতেও মন চাইছে না ।

    সুশীলের মনে হলো, খেলাধুলো একদম

           ছেড়ে দিলে ঠিক হবে না ।

    সামনে আমড়া গাছে উঠে

             আমড়া পাড়লে মন্দ হয় না।

    গতকাল সে কাঠবিড়ালির মতো

         গাছে উঠে আমড়া খেল।

    কিন্তু নতুন বুড়ো গাছে উঠতে গিয়ে

         ধপাস করে নিচে পড়ে গেল ।