• || মনঃসংযমে সার্থকতা ||
    Poetry

    || মনঃসংযমে সার্থকতা ||

    Audio File

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Monohsanjame Sarthakata

    কোনও কাজে সার্থকতা পেতে

               লাগে সেই কাজে কন্সেনট্রেশন।

    কন্সেনট্রেশন পেতে গেলে

               চাই নিজের মনের নিয়ন্ত্রন।

    আর মনের নিয়ন্ত্রন পেতে

               করতে হবে উত্তেজনাকে প্রশমন।

    নিয়ম বহিঃভূত আবেগকেও

                 আনতে হবে কন্ট্রোলে।

    জীবনের মূল্যবোধকে অটুট রেখে

                 নিজের পথে চললে।

    মন যখন শান্ত হবে

          নিজের সঠিক রাস্তা দেখা সহজ হবে।

    শান্ত মনে সে রাস্তায় হাঁটলে

          কাজে সার্থকতা আসবে।

    মনঃসংযমে ওই কাজ

          অভিষ্টের পথে এগোবে।