-
গণেশজীর অবয়ব
Audio File:
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
গণেশজীর দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলির বিভিন্ন তাৎপর্য্য আছে । সেইগুলিই বর্ণনা করার চেষ্টা করা হয়েছে এই কবিতায় ।
ওম্ গণেশায় নমঃ ।
ওম্ গণেশায় নমঃ ।
ওম্ গণেশায় নমঃ ।
গণেশজীর দেহের
অঙ্গ প্রত্যঙ্গগুলি,
আছে তাদের বিশেষ মানে
আছে বিশেষ গুণাবলী ।
শুরু করি গণেশজীর
বিশাল ভুঁড়িটি নিয়ে ।
ব্রহ্মান্ড যে দর্শন হয়
এটির মধ্যে দিয়ে ।
তিনি যে ভাল এবং খারাপ
সব কিছু খেয়ে ।
হজম করেন সবই
ওই ভুঁড়িটির মধ্যে দিয়ে ।
দুই দাঁত তাঁর প্রতীক হয়
ঠিক আর ভুলের ।
অন্যভাবে বলতে গেলে
হয় তারা আবেগ ও বাস্তবের ।
গণেশজীর মাথাটি বড়
যেমন হয় হাতির ।
বড় চিন্তা করেন মনটি দিয়ে
উর্দ্ধে উঠে সংকীর্ণতার ।
গণেশজীর ছোট্ট চোখ
বেশী মনোযোগী দেখতে ।
ভবিষতটা ঠিক করতে
বর্তমানের সবকিছু বুঝে চলতে ।
বড় শুঁড়ের প্রতীক
হলো গ্রহনযোগ্যতার ।
সব পরিস্থিতিকে মানিয়ে নিয়ে
কঠিন পরিস্থিতি মোকাবিলা করার ।
ছোটো মুখের প্রতীক হলো
কম কথা বলার ।
কথা কম বলায়
শুরু হয়না অনেক ঝামেলার।
বড় কানের প্রতীক হলো
সবকিছু মন দিয়ে শোনার ।
অপ্রয়োজনীয় ব্যাপার বাদ দিয়ে
এগিয়ে যেতে পথে সার্থকতার ।
গণেশজীর চারটি হাতে
চলে বিভিন্ন কাজ ।
এবারে বলি এক এক করে
সে সব কথা আজ।
একটি হাতে কুড়ুল আছে
যা পুরোনো ভাল মন্দ ছেড়ে,
বাঁচতে শেখায় যা আছে
বর্তমানের সবকিছু ঘিরে ।
আরেকটি হাতে পদ্ম আছে
যা মনকে সদা জাগ্রত রাখে ।
ওই সদা জাগ্রত মন নিয়ে মানুষ
সার্থকতার পখে চলতে থাকে ।
অন্য একটি হাতে গণেশজী
আশীর্বাদ করেন বিশ্ববাসীকে ।
তাঁর আশীর্বাদে জগতবাসীর
মনস্কামনা পূর্ণ হয় কার্যসিদ্ধিতে ।
চতুর্থ হাতটিতে থাকে সুতো
যা বস্তুবাদ ছেড়ে,
মানুষ মোক্ষলাভের পথে
এগোতে পারে ।
গণেশজীর একটি পা থাকে
মাটির দিকে ।
অর্থাৎ যতই ওপরে যাও না কেন
মূল ভিত্তিকে যেন মনে থাকে ।
তাঁর বাহন ইঁদুর
যেমন সবকিছু দেয় কেটে ।
এর প্রতীক সব অসৎ ইচ্ছা
ধ্বংস করে দেয় মানুষের জীবন থেকে।
-
Mumbai Grand Ganesha Gala
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
In Mumbai’s heart, by the Arabian Sea,
A grand procession, a jubilee,
Ganesha, the deity so revered,
In Mumbai’s streets, his presence steered.
The Arrival:
Amidst beats of drums and cymbals’ clang,
Ganesha arrives with a joyful gang,
Adorned in colors, vibrant and bold,
A sight to behold, a story untold.
Mumbai’s Streets Alive:
Through bustling lanes, the idols sway,
In a sea of people, they make their way,
Dholki rhythms, a chorus of song,
In devotion’s embrace, they all belong.
Pandal Magic Unveiled:
Pandals adorned, with artistic flair,
A feast for the eyes, beyond compare,
From traditional to modern, they stand tall,
In every pandal, a mesmerizing thrall.
Prayers and Offerings:
Devotees flock with hearts aglow,
To seek Ganesha’s blessings, they bow low,
With flowers, sweets, and fervent prayers,
They cast away their worldly cares.
Unity in Diversity:
In this city of dreams, diverse and vast,
Ganesha’s festival unites them fast,
Irrespective of caste, creed, or name,
In devotion, they’re all the same.
Ten Days of Joy:
From the first day’s welcome cheer,
To the tenth day’s farewell tear,
The city dances in jubilation,
In Ganesha’s divine celebration.
The Visarjan:
On the final day, a solemn rite,
Ganesha takes his leave, out of sight,
Amidst tears and heartfelt adieu,
He returns to the sea, like morning dew.
Promise of Return:
With a promise to return next year,
In every heart, Ganesha is near,
A festival of faith, love, and cheer,
Mumbai’s Ganesha, precious and dear.
In Mumbai’s heart, by the sea so vast,
Ganesha’s festival, a joyous blast,
A celebration of culture and devotion,
In every heart, a heartfelt emotion.
Mumbai’s grand Ganesha gala, we sing,
To the Lord of Beginnings, we humbly bring,
In this city’s spirit, forever enthralled,
Ganesha’s blessings, on us all.