-
Gopal’s Enchanting Presence
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita Gopal, Gopal, Gopal divine, In you, the universe does entwine. In mind and soul, you find your place, In the sky, the wind, the earthly space. By your grace, I’m alive and well, In your grace, my deeds do swell. I contemplate speaking your name, Yet words fall short in praise and aim. Through worlds and realms, your fingers trace, Guiding all in life’s wondrous race. The pulse of life, in your touch I see, Every being, you set their spirits free. In the cycle of birth, humans emerge, Journeying through life, purpose to converge. At the end’s brink, where…
-
|| গড ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita God জি ফর জেনারেটর। সৃষ্টিকর্তা ব্রক্ষ্ম দেবের হাত ধরে জীবজগৎ সৃষ্টি হয়েছে। মানুষ, পশুপক্ষী কীটপতঙ্গ সবার জন্ম হয়েছে। ʼওʼ ফর অপারেটর। পালন কর্ত্তা নারায়নের কৃপায় জীবজগতের কাজকর্ম চলছে। ʼডিʼ ফর ডেস্ট্রাকটর। দেবাদিদেব মহাদেবের ধ্বংস লীলায় পাপমুক্ত হয়ে পৃথিবী নতুন সৃষ্টির জন্ম দিয়েছে। সেই ত্রিদেবই আমাদের ভগবান। ব্রক্ষ্মা, বিষ্ণুও মহেশ্বর। তাঁরা যুগ যুগ ধরে আছেন। তাঁরা অবিমশ্বর।
-
|| ফলের আশা ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Faler Aasha মহাভারতে অর্জুনকে শ্রীকৃষ্ণের উপদেশ – ফলের কোনোও অধিকার তোমার নেই তোমার অধিকার কর্মে – তুমি সেটি করে যাও। ফলটি দেবার অধিকার যাঁর, তিনিই দেবেন তুমি সময় হʼলে ফলটি পাও। মানুষ সব সময়ই ফলের জন্য ভাবে এবং মনটা ভারাক্রান্ত করে। কবে তার কাজের ফলটি পাবে সেটা ভেবেই সে মাথা খোঁড়ে। জন্ম, মৃত্যু ও বিবাহ – এ সবগুলোই মানুষের হাতের বাইরে। মানুষ কখনও কখনও ভাবে যে এগুলো সে কন্ট্রোল করতে পারে। মানুষ চেষ্টাও করে এ তিনটিকে তার হাতের মধ্যে আনতে। কাজ করে সে এটা নিয়ে ভাবে, এসব আমার সামর্থ্যে। আমরা দেখি দৈত্যকুলে প্রহ্লাদ জন্মায়।…
-
|| ভগবানের ভালবাসা ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Bhagabaner Balobasa ʼহ্যাঁ গো, আমি ভগবানেরʼ ʼভালবাসা পেয়েছিʼ। ʼসেটা আবার কিʼ? ʼভগবানকে দেখেছোʼ? ʼনা, ভগবানকে তো দেখিনিʼ ʼকিন্তু ভালবাসা উপলব্ধি করেছিʼ। ʼআরে চুপ চুপʼ, ʼপেলেও, এসব কথা কেউ বলে নাʼ। ʼকেন কি হবে বললেʼ? ʼভালবাসা থাকবে নাʼ? ʼআরে ভগবান তো তোমাকেও ভালবাসেʼ ʼজানো না তোʼ? ʼতুমি যখন ভাল কাজ করোʼ, ʼনিজের মনে একটা শান্তি পাও তোʼ? ʼওটাই তো ভালবাসাʼ ʼকি বুঝলে তোʼ? দেখ ভগবান আমাদের সব্বাইকেই ভালবাসেন। এই প্রাণী জগৎ তাঁর সৃষ্টি তাদের রক্ষণাবেক্ষণ তিনিই করেন। ʼতোমার কবিতা লেখার শখ হয়েছে জানিʼ কিন্তু এসব উল্টোপাল্টা কিʼ? ʼএসব উল্টোপাল্টা নয়ʼ ʼসবই…
-
|| বিবেকানন্দ – ১ ||
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita Vivekananda – 1 যুবনায়ক বিবেকানন্দ তুমি ছেড়ে গেছ আমাদের যুবাবস্হাতে। ইতি-বাচক কখাবার্তা বলতে তুমি সবসময়ে আর থাকতে তুমি ইতি-বাচক কাজের সাথে। সাহসী তুমি, দৃপ্ত তুমি তোমার মতো পুরুযকার, রাজার মতো চেহারা তোমার জন্মেছে কʼজন এ ভূ-ভারতে আর? ভাতরবর্য তোমার কাছে মাতৃভূমি, ভারতমাতা। গরীব মানুয, দূর্বল যে তাদের কাছে তুমিই ত্রাতা। স্বামীজী বলতেন, ʼতোরা মানুয হʼ, তিনি এমন মানুয চাইতেন যার মাংসপেযী হবে লোহার। যার স্নায়ু হবে ইস্পাতের আর মন তৈরী হবে বজ্রের। ঈশ্বরে বিশ্বাস নেই এমন মানুযকে বলে নাস্তিক। তাঁর মতে, যাদের নিজের ওপর বিশ্বাস নেই সে হʼল এ যুগের…
-
।। গোপালদাদার কথা বলা ।।
Puja is from your mind