• || রাত্রি ||
    Poetry

    || রাত্রি ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Ratri এখন রাত্রি, অন্ধকার       আলো চাই দেখতে। কাল সকালে সূর্যদয়ে      চারিদিক আলোয় ভরবে। জীবনের রাত্রিতেও থাকে       অনেক অন্ধকার আর কালো। মনের শক্তিকে জাগ্রত করলে          জ্বলবে জীবনের আলো। স্বার্থকতায় জীবন পায়          সকালবেলার শুভ্রতা। মন ভরে থাকে খুশিতে           জীবনের পুরো খাতা।