• ।। গোপালদাদার কথা বলা ।।
    Poetry

    ।। গোপালদাদার কথা বলা ।।

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Gopaldadar Katha Bola

    আমার গোপাল, মাটির গোপাল

                      রঙটা আবার চটা।

    হʼতো যদি সোনার গোপাল

                     দেখতে কেমন ছʼটা।

    আরে সোনার মূর্তি নয়তো এটা

                     সোনার মতো দেখতে।

    সোনার গোপাল হলে তুমি

                     কখা বলছে শুনতে।

    সোনার গোপাল, রূপোর গোপাল

                      তামার গোপাল হতেই পারে।

    মনের মাঝে যে মুখ দেখ

                      তাতেই যেন মন ভরে।

    ডাকো তুমি মনের গোপাল

                      মনের মধ্যে দেখতে পাবে।

    নাড়ুর প্রসাদ না থাকলেও

                      মনের প্রসাদেই তৃপ্ত হবে।

    কথা বলা গোপাল চাও তো

                      তাঁর সঙ্গে কথা বলো।

    সব সময়ে দিনের মাঝে

               ভাল কাজ করে চলো।

    ভাল করো নিজের তুমি

                   ভাল করো পরের।

    এমন কিছু করো না

                   যা পরের হয় দুঃখের।

    দেখবে তুমি চটা গোপালও

                   কেমন কথা শুনছে।

    যা ভাবছ তাই হচ্ছে

                   গোপালজী কথা বলছে।