• নতুন পৃথিবী
    Poetry

    নতুন পৃথিবী

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita (to view & listen the Video)

    Audio File:

    পৃথিবী কি ধ্বংস হবে

               পাঁচশো বছর পরে?

    তারপর নতুন পৃথিবী জন্ম নেবে

               একটু একটু করে?

    পৃথিবীতে দাবানলের মতো

                অবাঞ্ছিত উষ্ণায়ন বাড়ছে।

    সেই উষ্ণ বায়ুর প্রকোপে

                সৃষ্টির নিয়ম পাল্টাচ্ছে।

    সমুদ্রের জলস্তর বাড়ছে

                ক্রমে ক্রমেই।

    অ্যানটার্কটিকার পাহাড়ে

          বরফ গলছে দিনে দিনেই।

    সেই নতুন পৃথিবী

             কেমন হবে?

    সৃষ্টির অমোঘ লীলায়

         আবার কি মানুষ জন্মাবে?

    আজকে মানুষের হানাহানিতে

           সৃষ্টিকর্তাও বোধহয় উদ্বিন্ন।

    তাই নতুন মানুষের রূপ হয়ত বা

           হবে একেবারেই ভিন্ন।

    হিংসা থাকবে না

                আজকের মতো।

    রবীঠাকুরের তাসের দেশের মতো

          নিয়ম মানা হবে মজ্জাগত।

    তবে সেখানেও রানীবিবির মতো

            কারও মন হতে পারে চঞ্চল।

    কোনও এক আগন্তুকের আগমনে

            রাজাকে সামলাতে হবে সেই গন্ডোগোল।

    রেসারেসি থাকবে না

               সেই নতুন পৃথিবীতে।

    সবাই চলবে একই রাস্তায়

             নিয়মানুবর্তিতায় আর বুদ্ধিতে।

    নতুন রাস্তা দেখবে সবাই

               কোনও এক আগন্তুকের আগমন দিয়ে।

    কিন্তু সে রাস্তাও হবে

            মানবিকতাকে বিসর্জন না দিয়ে।

    বিঞ্জান সেদিন হবে

            শুধু মানুষের উপকারে।

    তাকে বিকৃত করে

            প্রয়োগ হবে না একেবারে।

    থাকবে না উচ্চ-নীচ, ভেদাভেদ

               মানুষের মধ্যে।

    দুর্বুদ্ধির ব্যাবহার হবে না

               সেই পৃথিবীতে।

    সবাই করবে তার

          নিজের পছন্দের কাজ।

    সেই নিয়ে কেউ কিছু বলবে না

          যেমন বলছে আজ।

    পৃথিবীর সমস্ত সম্পদে

            সবার হবে সমান অদিকার।

    তাই ঝামেলাও থাকবে না

            হবে না আজকের মতো হাহাকার।

    সেই পৃথিবীতে বাঁচতে কে না চায়

           নিজের মতো করে।

    মনে থাকবে সুখ, শান্তি

           আর সমৃদ্ধি জীবন ভরে।